Thank you for trying Sticky AMP!!

সংসদে বিরোধী দলের ভূমিকায় ১৪ দলের শরিকেরা: নাসিম

মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আনুষ্ঠানিকভাবে বিরোধী দল না হলেও সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবে ১৪ দলের শরিকেরা।

আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে আয়োজিত শোকসভায় মোহাম্মদ নাসিম এ মন্তব্য করেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের শরিকেরা সংসদে সরকারের ভুল ত্রুটির সমালোচনা করবেন, তাঁরা গঠনমূলক আলোচনা করবেন। তাঁরা সংসদ এবং সংসদের বাইরে আনুষ্ঠানিকভাবে না হলেও বিরোধী দলের ভূমিকা পালন করবেন।’ তিনি বলেন, ‘সরকার ও বিরোধী দল উভয়কেই হতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। এ লক্ষ্যেই বিরোধী দলের ভূমিকায় থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের জোট ১৪ দলের নেতারা।’

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনে বিএনপির ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করলে হবে না। আপনারা (বিএনপি) সংসদে গিয়ে ব্যর্থতার কথা বলেন।’

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।