Thank you for trying Sticky AMP!!

'ধানের শীষ' নিয়ে লড়বে ঐক্যফ্রন্ট

মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। আজ বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

আজ দুপুর ১২টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। বেলা দেড়টায় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট জোটের নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’। এই প্রতীকে আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো হলো বিএনপি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্য।

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, সরকারের উসকানির কারণে গতকালের ঘটনা ঘটেছে। গতকাল এইচ টি ইমাম বলেছেন এক ঘণ্টার জন্যও নির্বাচন পেছানো যাবে না—এই মন্তব্য নির্বাচন কমিশনের ওপর এক রকম হুমকি। এভাবে হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।

যত বাধা বিপত্তিই আসুক ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে জানিয়ে এই নেতা বলেন, সরকার চাচ্ছে ঐক্যফ্রন্ট যাতে নির্বাচনে না আসে। তবে যত বাধা বিপত্তিই হোক ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে। তিনি বলেন, ‘আমাদের নির্বাচন পেছানোর দাবি অব্যাহত আছে।’