Thank you for trying Sticky AMP!!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

নির্বাচন দেখতে এবার কোরিয়ায় যাচ্ছেন সিইসি

রাশিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ার নির্বাচন দেখতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ৪ থেকে ১২ এপ্রিল তাঁর দক্ষিণ কোরিয়া (রিপাবলিক অব কোরিয়া) সফর করার কথা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার ২২তম জাতীয় নির্বাচন দেখতে দেশটিতে সফর করবেন সিইসি। এই সফরে তাঁর সঙ্গী হবেন ইসি সচিব মো. জাহাংগীর আলম এবং সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দীন।

এই সফরে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশনের এই দলের থাকা–খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াতের ব্যবস্থা করবে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে ১৩–১৯ মার্চ রাশিয়া সফরে গিয়েছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।