ভোটকেন্দ্রে নেওয়ার জন্য ব্যালট বাক্স প্রস্তুত করে রাখা হচ্ছে
ভোটকেন্দ্রে নেওয়ার জন্য ব্যালট বাক্স প্রস্তুত করে রাখা হচ্ছে

৩৫ বছর পর চাকসুতে ভোট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ ৩৫ বছর পর ভোট। ১৯৯০ সালে সর্বশেষ চাকসু নির্বাচন হয়। নির্বাচন না হওয়ায় এত দিন ক্যাম্পাস ক্ষমতাসীন দল অথবা প্রভাবশালী ছাত্রসংগঠনের নিয়ন্ত্রণে ছিল। চাকসুতে এবার ভোটার প্রায় ২৭ হাজার ৫১৬ জন। নির্বাচনে লড়তে প্রার্থী হয়েছেন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে মোট ২৬ পদে লড়ছেন ৪১৫ প্রার্থী। একই সঙ্গে ১৪টি হল ও ১টি হোস্টেলে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন।