রংপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে শুক্রবার গণতন্ত্র মঞ্চের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য দেন নেতারা
রংপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে শুক্রবার গণতন্ত্র মঞ্চের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য দেন নেতারা

উপজেলা নির্বাচনের ‘ভোট ভোট খেলাকেও’ প্রত্যাখ্যান করেছে মানুষ: গণতন্ত্র মঞ্চ

দেশের মানুষ ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ‘ভোট ভোট খেলাকেও’ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেছেন, এই সরকারের অধীনে দেশের গণতন্ত্রের পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়েছে।

শুক্রবার রংপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় নেতারা এসব কথা বলেন। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও ‘লুটেরা মাফিয়া আর দুর্বৃত্তদের দখলদারিতে পর্যবসিত হয়েছে।’

সভায় রংপুর জেলা গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মঞ্চের কেন্দ্রীয় নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মুফাখখারুল ইসলাম ও ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস।

গণতন্ত্রের মঞ্চের নেতারা বলেন, ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক সংকটের কোনো সমাধান হয়নি। বরং সংকট আরও ঘনীভূত হয়েছে। বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারেনি সরকার। তাই গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নজিরবিহীন দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে সরকার।

সরকারের ‘দমন করে শাসন’ করার এই কৌশল রাজনীতিতে বিরোধ-বিভাজন এবং প্রতিহিংসা-প্রতিশোধের সংস্কৃতিকে আরও বাড়িয়ে তুলছে বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এই ধারা চলতে দিলে দেশ ‘অনিবার্য বিপর্যয়ের খাদে নিপতিত হবে’ বলেও মন্তব্য করেন তাঁরা।