রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনের সড়কে আজ বৃহস্পতিবার ১৭ জুলাইকে যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস হিসেবে পালন করছে গণ অধিকার পরিষদ। দুপুরের আগেই সড়কের একাংশজুড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। বেলা তিনটায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে সন্ধ্যা পর্যন্ত।
আজ বিকেলে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানে হাজারের মতো মানুষ অংশ নিয়েছেন। সন্ধ্যায় এ কর্মসূচি শেষ হবে বলে তাঁরা জানতে পেরেছেন। রাস্তার একাংশে অনুষ্ঠান চললেও ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলো অন্য লেন দিয়ে চলাচল করছে।