ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ছাত্রদল ভিপি, জিএস, এজিএসসহ ২৭ পদে প্রার্থী ঘোষণা করেছে। তবে জুলাই অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি তারা। এই পদে সানজিদাকে সমর্থন জানাচ্ছে ছাত্রদল। এ ছাড়াও বামপন্থী ছাত্রসংগঠন ‘প্রতিরোধ পর্ষদও’ এই পদটিতে প্রার্থিতা ঘোষণা করেনি। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।