জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের বরাদ্দকৃত ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। রোববার এনসিপির ফেসবুক পেজে 'শাপলা কলি' প্রতীকে তাদের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। ঢাকা-১১ তে নাহিদ ইসলাম ও রংপুর-৪ এ আখতার হোসেনসহ দলের উল্লেখযোগ্য নেতারা লড়ছেন। এনসিপি বাকি ৩ আসনের প্রার্থী দ্রুত চূড়ান্ত করবে এবং ইসলামী আন্দোলন সরে যাওয়ায় আসন বাড়াতে জামায়াতের সঙ্গে আলোচনা করছে।