
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটিগুলোর সভাপতি কে হবে, তা সরকার ও বিরোধী দল সমঝোতার ভিত্তিতে নির্ধারণ করবে। তবে কমপক্ষে ৫০ শতাংশ কমিটির সভাপতি বিরোধী দল থেকে হতে হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতের এই নায়েবে আমির।
এর আগে বেলা সাড়ে ১১টায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো আলাদা ব্রিফিং করে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও সংসদীয় স্থায়ী কমিটির বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা মতামত দিয়েছি, ৭০ অনুচ্ছেদে অর্থবিল, নো কনফিডেন্স এবং সংবিধান পরিবর্তন—এই তিনটি বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যরা চাইলে তার দলের বিরুদ্ধে মতামত দিতে পারবেন।’
জামায়াতের এই নায়েবে আমির বলেন, বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির বিষয়ে বলেছি, মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বাইরে কিছু ‘অ্যাপেক্স কমিটি’ আছে। সরকারি হিসাব, সরকারি প্রতিষ্ঠান, অনুমিত হিসাব ও বিশেষ অধিকার–সম্পর্কিত কমিটি— এগুলোর প্রধান বিরোধী দল থেকে দিতে হবে।
এর আগে সকালে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটি, নিম্নকক্ষে নারী আসনসহ সংস্কার কমিশনগুলোর আরও কিছু সুপারিশ নিয়ে দেশের ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে সোমবার। সেদিন আলোচনার উদ্বোধন করেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, এনসিপিসহ দেশের ২৮টি রাজনৈতিক দল ও দুটি জোটের নেতারা অংশ নেন।