বিএনপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল
বিএনপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল

সেকেন্ড রিপাবলিক কী, এখনো বুঝি নাই: মির্জা আব্বাস

‘সেকেন্ড রিপাবলিক’ কী, তা বোঝেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেছেন, ‘এখন নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কী। কী বোঝায়, আপনারা বুঝেছেন কি না, জানি না? অর্থাৎ একটা অছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।’

আজ রোববার রাজধানীর লেডিস ক্লাবে আলেম-ওলামা ও এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস এ কথা বলেন। বিএনপির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্য দেশে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা করা। গত শুক্রবার নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানান দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একশ্রেণির লোক দেশের বাইরে থেকে এবং ভেতরে থেকে বিএনপির সঙ্গে আলেম–ওলামাদের একটি দূরত্ব তৈরির চেষ্টা করছেন। এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা–মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে ফাটল তৈরি হবে এবং ওই ফাটল দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।

এ সময় কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, ‘আর আপনাদের মতো এ রকমই পোশাক পরা একশ্রেণি ওদেরকে বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা ওদেরকে একটু সামাল দেবেন।’