
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে আজ শনিবারও এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনেকে দূর থেকে এসেছেন শুধু তাকে এক নজর দেখার আশায়। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার তারিখ পিছিয়ে ৯ ডিসেম্বর করা হয়েছে, যা আরও পেছাতে পারে। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও ঢাকায় এসেছেন। তিনি গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।