বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো
বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো

আইনশৃঙ্খলার অবনতির সুযোগে আ.লীগ সংগঠিত হচ্ছে: খেলাফত মজলিস

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ বুধবার এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে আওয়ামী লীগ সংগঠিত হতে শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর বর্বরতার শামিল। এই হামলায় এনসিপির নেতারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন। পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলা হয়, গাছ কেটে রাস্তা অবরোধ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গণ-অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে আবারও সংগঠিত হতে শুরু করেছে। এদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

খেলাফত মজলিসের নেতারা বলেন, ফ্যাসিবাদী অপশক্তি যাতে দেশের জানমালের আর ক্ষতি করতে না পারে, সে জন্য সরকারকে সতর্ক হতে হবে। খেলাফত মজলিসসহ দেশপ্রেমিক জনতা এনসিপির পাশে আছে; ফ্যাসিস্ট খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে।

মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে সমাবেশ করতে গেলে বেলা পৌনে দুইটার দিকে ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে হামলা চালান। হামলাকারীরা সবাই কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতা-কর্মীরা অভিযোগ করেছেন।

এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতা-কর্মীদের ঘিরে আবার হামলা চালান। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দফায় দফায় হামলা-সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে।

এর আগে সকালে পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রাকিবুল হাসানের গাড়িতেও হামলা করা হয়। এতে ইউএনও রাকিবুল হাসানের গাড়ির চালক আহত হন।