
আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনকালীন একটি নির্দলীয় তদারকি সরকার গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তাঁরা বলেছেন, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সে জন্য প্রয়োজন একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সমাবেশে সিপিবি নেতারা এ দাবি জানান। দলটির ঢাকা মহানগর দক্ষিণ কমিটি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি জানানো হয়।
সিপিবি নেতারা বলেন, বর্তমান সরকার আজীবন ক্ষমতায় থাকতে আগামী নির্বাচন অতীতের মতো ভোটারবিহীন, প্রতিদ্বন্দ্বিতাহীন ও একতরফাভাবে সম্পন্ন করতে চায়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে দেশের শাসনপ্রক্রিয়ায় ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ বিনাশ করেছে যারা, তারাই অতীতের মতো আরেকটি প্রহসনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে টানার চেষ্টা চালাচ্ছে।
গণতন্ত্র ও প্রতিনিধিত্বশীল শাসনের দীর্ঘ অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হওয়ার ক্ষেত্রে বিবদমান সাম্রাজ্যবাদী শক্তিসমূহ এবং আঞ্চলিক আধিপত্যবাদী রাষ্ট্রগুলো চরম প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন সিপিবির নেতারা।
সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বর্তমান সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।