শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ঢাকা, ১ জুন
শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ঢাকা, ১ জুন

শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টাকে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি

শিক্ষা খাতে ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির ৪ শতাংশ বরাদ্দ, শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ রোববার দুপুরে সংগঠনটির চার সদস্যের প্রতিনিধিদল তাঁর কাছে স্মারকলিপি দেয়।

স্মারকলিপি দেওয়ার পর বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থান পরিবর্তনের অমিত সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে যদি আমরা হারিয়ে যেতে না দিতে চাই, তবে শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার সবার অগ্রাধিকারে রাখতেই হবে। তাই আমাদের শিক্ষার কার্যকর সংস্কার লাগবে। কিন্তু আমরা অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ করছি, শিক্ষাব্যবস্থার সংস্কারে বর্তমান সরকার কোনো উদ্যোগ নেয়নি। আমরা অবিলম্বে শিক্ষা সংস্কারে কমিশন গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক ও ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমান।