জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রায় আট মাস ধরে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল এই সনদ স্বাক্ষরিত হচ্ছে
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রায় আট মাস ধরে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল এই সনদ স্বাক্ষরিত হচ্ছে

কী থাকছে জুলাই সনদে

আগামীকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ সই হবে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে এই সনদ তৈরি করেছে। ৩০টি রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে। এই সনদে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও সংস্কারের অঙ্গীকার রয়েছে।