Thank you for trying Sticky AMP!!

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

জি এম কাদেরপন্থীরা ২ মার্চ যৌথ সভা ডেকেছেন

জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) আগামী ২ মার্চ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে যৌথ সভা ডেকেছে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, যৌথ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। এতে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন দলের মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক।

Also Read: রওশনের পৃথক সম্মেলন করার উদ্যোগের সমালোচনায় মুজিবুল হক

অন্যদিকে ১০ ফেব্রুয়ারি রওশন এরশাদের নেতৃত্বে তাঁর সমর্থকেরা পৃথকভাবে আগামী ৯ মার্চ দলের জাতীয় সম্মেলন করার ঘোষণা দেন।

গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে বিরোধ তৈরি হয়। এখন দুই অংশই পৃথকভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে। এভাবে দলটি ভাঙনের দিকে যাচ্ছে বলে উভয় অংশের নেতারা মনে করছেন।

Also Read: রওশনের সঙ্গে এবার প্রকাশ্যে এলেন কাজী ফিরোজ, বাবলা