
গণ–অভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতিকে অস্বীকার করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অতিদ্রুত দলটির নিবন্ধন বাতিল এবং (গণহত্যার) বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাহিদ ইসলাম।
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না, এই রায় দেশের জনগণ গত ৫ আগস্ট দিয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জনরোষে ফ্যাসিস্ট সরকারের নেতাদের দেশ থেকে পালাতে হয়েছে। এরপর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করবে কি না, এই আলোচনাই আসতে পারে না।
এনসিপির আহ্বায়ক বলেন, সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার—কোনোটিই একে অন্যের বিরোধী নয়। তিনটির সমন্বয়ে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব। তিনি আরও বলেন, মৌলিক সংস্কারের জায়গায় রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে। যে সংস্কারের মাধ্যমে শাসনব্যবস্থা ও ক্ষমতার কাঠামো পরিবর্তন হতে পারে। তা না হলে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন মানেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। এই প্রক্রিয়া নিয়ে বাংলাদেশে সব সময় রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন এবং দলগুলোর নিজেদের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করতে হবে। তাঁর আশা, এবার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সাংবিধানিক প্রক্রিয়া এবং রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা সম্ভব হবে।