
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫ জন। ৩০০ আসনের মধ্যে এটা সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা–৫ আসনে। আর ১২টি আসনে ৪ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই সংখ্যা এক আসনে সর্বনিম্ন প্রার্থী।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সারা দেশে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন। সে হিসাবে প্রতি আসনে গড়ে ৯ জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবারের নির্বাচনে অংশ নিতে ৩০টি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩০০টি আসনের মনোনয়ন দাখিলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বগুড়া-৭ আসনে ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ঢাকা–৫ আসনে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৬ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা–১৪, ঢাকা–১৮, বগুড়া–৩, গাইবান্ধা–১, বরিশাল–৬ আসনে। ১৫ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা–৮, পঞ্চগড়–১, মেহেরপুর–২, ময়মনসিংহ–৩ আসনে।
বগুড়া–৭ আসনে মনোনয়নপত্র জমা দেওয়াদের মধ্যে ১৬ জনই স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি (জেপি), মুক্তি জোট, এনপিপি, বাংলাদেশ কংগ্রেস, বিএনএম, জাতীয় পার্টি (জেপি) ও জাকের পার্টি।
সর্বনিম্ন ৪ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২টি আসনে। সেগুলো হচ্ছে দিনাজপুর–২, দিনাজপুর–৪, রংপুর–৪, সিরাজগঞ্জ–৪, ভোলা–১, বরিশাল–১, ঝালকাঠি–২, শেরপুর–২, ফরিদপুর–২, মাদারীপুর–১, সিলেট–৪, বান্দরবান পার্বত্য আসন।