রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দিয়ে অন্য কিছু যোগ করলে তর্ক থাকবে না: হাসনাত কাইয়ূম

সংবিধানের মূলনীতিতে ‘ধর্মনিরপেক্ষতা’র বদলে কাছাকাছি ভিন্ন কোনো শব্দ বা বাক্য ব্যবহার করলে সংশ্লিষ্ট বিষয়ে বিতর্ক এড়ানো যাবে বলে মনে করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

আজ রোববার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের পঞ্চম দিনের আলোচনা শেষে এক ব্রিফিংয়ে সংবিধানের মূলনীতি বিষয়ে চলমান বিতর্ক নিয়ে হাসনাত কাইয়ূম এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে এই বৈঠক শুরু হয়।

হাসনাত কাইয়ূম বলেন, ‘আলোচনা এই পর্যায়ে এসেছে যে আগের মূলনীতিগুলো অটুট থাকবে আর এর সঙ্গে স্বাধীনতার ঘোষণাপত্রের তিন মূলনীতি যুক্ত হবে নাকি আগের চার মূলনীতিকে বাদ দিয়ে নতুন চার মূলনীতি হবে। তবে এ বিষয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, ‘আমাদের বক্তব্য হচ্ছে, ধর্মনিরপেক্ষতা শব্দটা নিয়ে যতটা আপত্তি আছে, শব্দটার কনটেন্ট নিয়ে সে রকম আপত্তি নেই। এ জন্য ধর্মনিরপেক্ষতা শব্দের বদলে “ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি” লেখার পরে ধর্মনিরপেক্ষতা অনুচ্ছেদের মধ্যে যা কিছু আছে, সেটা নিয়ে কোনো তর্ক থাকবে না।’

একই ব্রিফিংয়ে অংশ নিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেন, ‘আমরা দুই মেয়াদে প্রধানমন্ত্রীর পজিশন (মেয়াদ) চাই। কিন্তু কেউ যদি সরাসরি ১০ বছরের কথা আনেন, এখানে ফাঁকি থাকতে পারে। প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে উপসংহার টানার সময় অভিন্ন কী শব্দ ব্যবহার করা যায়, সেটির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব।’
সংবিধানের মূলনীতির বিষয়ে রুহিন হোসেন বলেন, ‘এই মূলনীতি বিশেষ কোনো দলের, এমনটি মনে করি না। বাহাত্তরের সংবিধানের মূলনীতির বিষয়ে স্বাধীনতাবিরোধীরা ছাড়া সব দল একমত ছিল। তাই ওই চার মূলনীতিতে একমত ছিলাম, এখনো অনড় আছি।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, উচ্চ পরিষদের প্রতিনিধিত্ব কীভাবে হবে, এনসিসি কীভাবে গঠিত হচ্ছে এবং সংরক্ষিত ১০০ নারী আসনে নির্বাচনের বিষয়টি প্যাকেজ আকারে উত্থাপন করা হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল এটিকে প্যাকেজ আকারে বিবেচনা করতে সম্মত নয়। নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।