উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই বাজেটে: ইসলামী আন্দোলন

প্রস্তাবিত জাতীয় বাজেট গতানুগতিক ধারার রক্ষণশীল বাজেট বলেই মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান আজ সোমবার রাতে এক বিবৃতিতে বলেন, সামগ্রিকভাবে অর্থনীতিকে শ্লথ করবে প্রস্তাবিত বাজেট। জনজীবনের দুর্দশা লাঘবে উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু এ বাজেটে নেই।

বিবৃতিতে বলা হয়, বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ রাখা; সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ–সুবিধা বৃদ্ধির প্রস্তাব রাখা; শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতের ওপর যোগাযোগ ও জ্বালানি খাতকে প্রাধান্য দেওয়ার মতো অতীতের ধারা অব্যাহত রাখায় এ বাজেটকে গতানুগতিক বলেই মনে হচ্ছে। গণ–অভ্যুত্থানের ফলে গঠিত সরকারের কাছে আরও সুচিন্তিত ও বৈপ্লবিক বাজেট প্রত্যাশা করা হয়েছিল, এ বাজেট সেই প্রত্যাশাকে আঘাত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজস্ব আদায়ে অতীতের সক্ষমতা, এডিপি বাস্তবায়নে জনপ্রশাসনের সক্ষমতা বিবেচনায় নিয়ে এবং দেশের বিধ্বস্ত অর্থনীতি বিবেচনায় এমন রক্ষণশীল বাজেট প্রত্যাশিত ছিল। কারণ, বাস্তবতা উপেক্ষা করে উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করা ধূর্ত রাজনৈতিক সরকারের চরিত্র। যে কাজ পতিত স্বৈরাচার বারবার করে এসেছে। সেই ধারা অনুসরণ না করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার অর্থ দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। এ সরকারের কাছে এটা প্রত্যাশিত ছিল না। পাচার করা টাকা আদায়ে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়নি। এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করাও চ্যালেঞ্জিং হবে।