চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। গত শুক্রবার ঢাকায়
চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। গত শুক্রবার ঢাকায়

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার নিয়ে এনসিপির ভাবনা, আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

গত ২৫ এপ্রিল (শুক্রবার) রাজধানী ঢাকায় এই বৈঠক হয়। এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তাহসীন রিয়াজ। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন চেন জুয়ানবো, চেন ইয়াংপেই ও ঝাং গুইউ।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়টি জানিয়েছে এনসিপি। এতে বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে তাদের আলোচনার বিষয় ছিল ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার নিয়ে এনসিপির ভাবনা, আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা।’ বৈঠকে এনসিপির প্রতিনিধিদল বাংলাদেশের উত্তরণের সংকটময় পর্বের রূপরেখা তুলে ধরে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের জন্য নিজেদের অঙ্গীকারের কথাও উল্লেখ করে প্রতিনিধিদল।

চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। গত শুক্রবার ঢাকায়

অতীতের অন্যায়গুলোকে ‘অ্যাড্রেস’ করা ও দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রয়োজনীয়তাও বৈঠকে এনসিপির পক্ষ থেকে তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং বিগত সরকারের সময় সময় সংঘটিত ভয়াবহ অপরাধের ঘটনার বিচারকে জনগণের আস্থা পুনর্নির্মাণের ক্ষেত্রে অত্যাবশ্যক পদক্ষেপ হিসেবে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের কাছে তুলে ধরেছে এনসিপি।

অন্যদিকে এই গুরুত্বপূর্ণ উত্তরণরে সময়ে বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে পুনরায় আশ্বাস দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল। এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল অবকাঠামো, জলবায়ুসহিষ্ণু উন্নয়ন ও স্বাস্থ্য প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সুযোগ অন্বেষণেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিনিধিদল। এ ছাড়া উভয় পক্ষই অব্যাহত আলোচনা ও যুক্ততা এবং ভবিষ্যতে সহযোগিতার আরও নানা ক্ষেত্র অন্বেষণের বিষয়ে একমত হয়েছে।