
মা আর ভালোবাসা—দুটি বিষয়ই ভাষার মাধ্যমে প্রকাশ করা খুব একটা সহজ নয়। মাকে শুধু বলতে চাই, ‘আম্মু, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি।’
আর ভালোবাসাকে বলব, ‘প্রিয় ভালোবাসা, আমার মাকে অনেক ভালো রেখো। আমি হয়ে আমার মায়ের সঙ্গে থেকো। তাঁর মন ভরিয়ে রেখো পৃথিবীর সব সুখ দিয়ে।’
হবু মায়ের বয়স তখন ২০। হাসপাতালের বেডে। সন্তান জন্ম দেবেন। কিন্তু ‘ফুল ব্লাস্ট’ হয়ে শিশু উঠে গেছে বুকের দিকে। চিকিৎসক বলছেন, হয় মা বাঁচবেন, না হয় শিশু। বাচ্চা বেঁচে গেলেও এ রকম পরিস্থিতিতে সে জন্মগত ত্রুটি বা রোগের শিকার হতে পারে। অপারেশন থিয়েটারে নেওয়া হলো। সুখবর অপেক্ষা করছিল।
দুপুরের আজানের সঙ্গে সঙ্গে ওটিতে কান্নার শব্দ পাওয়া গেল। মেয়েসন্তান হয়েছে। তা-ও সুস্থ এবং স্বাভাবিক। মা-ও ভালো আছেন। একটু জ্ঞান ফিরলে ২০ বছর বয়সী সেই মাকে নার্স বললেন, ‘আপনার মেয়েসন্তান হয়েছে। কোনো নাম ভাবা আছে?’
উত্তর এল—স্পর্শিয়া...।
ঠিক এক বছর পর সন্তানের প্রথম জন্মদিন পালন করেই সেই তরুণী মায়ের স্বামী চলে গেলেন বিদেশে। অনেক প্রতীক্ষার পরও তাঁকে ফিরে পাওয়া গেল না। মেয়েকে নিয়ে মা একা কাটিয়ে দিলেন ২৩ বছর।
এখনো কেটে যাচ্ছে মা আর মেয়ের জীবন। কিন্তু আমরা মোটেও একা না। মায়ের কাছে মেয়ে তো আছেই। যে মেয়ের কাছে আছে এমন যোদ্ধা মা, তাঁর জীবনে আর কাকে প্রয়োজন!
বাবা এক টাকাও কখনো পাঠাননি। না এই জীবিত বাবার চেহারা কখনো দেখেছি। কিন্তু তাতে কোনো দুঃখ নেই। মা কখনো বাবার অভাবটাই বুঝতে দেননি যে। যেমন তিনি মায়ের দায়িত্ব পালন করেছেন, ঠিক তেমনি বাবার দায়িত্বও পালন করেছেন।
মা কখনো শেখাননি যে টাকা কত প্রয়োজন কিংবা জনপ্রিয় হওয়াটা। মেয়েকে সব সময় শিখিয়েছেন, ভালোভাবে ভালো থাকাটাই আসল প্রয়োজন। এই জীবন অনেক মূল্যবান। এটাকে চারদেয়ালের মধ্যে আটকে রাখার কোনো মানে হয় না। পৃথিবী আমাদের অনেক কিছু দেয়, দেবে। ভালো-মন্দ মিলিয়ে আমাদেরও উচিত এই পৃথিবীকে কিছু দেওয়া।
ও-লেভেল শেষ হওয়ার পর পর আমার যাত্রা শুরু হয়ে যায় এই মিডিয়ায়। আর এর পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণার মানুষ আমার মা। অভিনয়টা পারি বলে তাঁর ধারণা। তো অবশ্যই এটা করা উচিত। শিল্পের হাত ধরে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে? এমনটাই বলেন মা। সব স্ক্রিপ্ট আমার আগে মা পড়েন। শুটিংয়ের আগে চরিত্র নিয়ে আলোচনা করেন। কস্টিউম গুছিয়ে দেন।
মা ছাড়া শুধু এই জীবন নয়, এই ক্যারিয়ার গড়াও সম্ভব না।
লেখক: মডেল ও অভিনেত্রী