'ভালোবাসি ম্যাম, স্যালুট আপনাকে'

মায়ের সঙ্গে মেয়ে সানিয়াতুল নাঈমা হক। ছবি: লেখিকা
মায়ের সঙ্গে মেয়ে সানিয়াতুল নাঈমা হক। ছবি: লেখিকা

শিক্ষক শব্দটির অর্থ গুরু। অর্থাৎ যিনি আমাদের শিক্ষা প্রদান করে থাকেন। শব্দটি তিন অক্ষরের, কিন্তু এর মহত্ত্ব অনেক। হোক না তিনি প্রাথমিক বা হাই স্কুল, কলেজ-ভার্সিটি বা ঘরের শিক্ষক। কিন্তু শিক্ষক তো শিক্ষকই। প্রত্যেকের জীবনেই যেকোনো একটি পর্যায়ে একজন প্রিয় শিক্ষক তৈরি হয়—যিনি জীবনের জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ান।

কিন্তু আমি আমার জীবনের প্রিয় শিক্ষক পেয়েছি জন্মের পর থেকেই। তিনি এমনই একজন শিক্ষক, যাঁর হাত ধরে হয়েছে আমার হাতেখড়ি। তাঁর হাত ধরেই আমার জীবনে প্রথম স্কুলে যাওয়া। তাঁর হাত ধরেই দুনিয়াটাকে চিনেছি আমি। তিনি এমনই একজন শিক্ষক, যাঁকে আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক বললেও কম বলা হবে। তিনি আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা।

পথ চলতে যখনই হোঁচট খেয়েছি তখনই পাশে পেয়েছি তাঁকে। আর আমাদের মধুর স্মৃতি? সে তো অফুরন্ত! সেই একসঙ্গে স্কুলে যাওয়া, একসঙ্গে আসা। টিফিন টাইমে আমাকে খাইয়ে দিতেন তিনি। পরীক্ষার খাতায় বেশি পেলেও সব সময় আমাকে কমিয়ে দেওয়া নিয়ে ঝগড়াও হতো খুব। আরও কত কী! আর এমনই একজন শিক্ষক আমি পেয়েছিলাম আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ‘রাজবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এ। আর যাঁকে পেয়েছি, তিনি হলেন আমাদের সবার প্রিয় রোমানা আফরোজ ম্যাডাম।

তাঁর আরেকটা পরিচয় হলো—তিনি আমার জন্মদাত্রী মা। তিনি ঘরে-বাইরে সব জায়গাতেই আমার জন্য শ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষক হিসেবেই তিনি আমার পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। প্রত্যেক বছরই মা দিবস আসে, মা দিবস যায়। মাকে সব সময়ই ভালোবাসি, তাই আলাদা করে বলার কিছু নেই। তবে ৫ অক্টোবর শিক্ষক দিবস উপলক্ষে মা’কে শিক্ষকের আসনে বসিয়েই বলছি—‘ভালোবাসি ম্যাম, স্যালুট আপনাকে।’

লেখিকা: এইচএসসি পরীক্ষার্থী, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ