Thank you for trying Sticky AMP!!

২০ টাকায়ও মিলবে নিউজিল্যান্ড সিরিজের টিকিট

যারা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মাঠে বসে উপভোগ করার অপেক্ষায়, তাদের জন্য সুখবর। আজ বুধবার আসন্ন সিরিজের জন্য টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের দাম সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হয়েছে। টেস্টের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০ টাকা (প্রতিদিনের জন্য), আর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেটা ৫০ টাকা। টিকিট বিক্রি ৭ অক্টোবর শুরু হওয়ার কথা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সারা দেশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ১১টি শাখায় টিকিট বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ছয়টি শাখায় টিকিট পাওয়া যাবে। শাখাগুলো হলো মতিঝিল প্রিন্সিপাল শাখা, গুলশান করপোরেট শাখা, নয়াবাজার, সোনারগাঁও জনপথ, মিরপুর ও ধানমন্ডি শাখা।

নারায়ণগঞ্জে পাওয়া যাবে চাষাঢ়া শাখায়। এ ছাড়া চট্টগ্রামের ওআর নিজাম রোড ও আগ্রাবাদ শাখা এবং সিলেটের শাহজালাল উপশহর ও সিলেট প্রধান শাখায় টিকিট পাওয়া যাবে। এই সিরিজে অনলাইনে টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের (৯-১৩ অক্টোবর) টিকিটের দাম:

হসপিটালিটি বক্স/করপোরেট বক্স: ৩ হাজার টাকা

ভিআইপি গ্রান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি: ১০০ টাকা

ক্লাব হাউস: ৭৫ টাকা

পশ্চিম গ্যালারি ৫০ টাকা

পূর্ব গ্যালারি: ২০ টাকা

মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের (২১-২৫ অক্টোবর) টিকিটের দাম:

হসপিটালিটি বক্স/করপোরেট বক্স: ৩ হাজার টাকা

ভিআইপি গ্রান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা

আন্তর্জাতিক গ্যালারি: ১০০ টাকা

শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৭৫ টাকা

উত্তর ও দক্ষিণ গ্যালারি: ৫০ টাকা

পূর্ব গ্যালারি: ২০ টাকা

মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডের (২৯ ও ৩১ অক্টোবর) টিকিটের মূল্য:

হসপিটালিটি বক্স/করপোরেট বক্স: ৫ হাজার টাকা

ভিআইপি গ্রান্ড স্ট্যান্ড: ১ হাজার টাকা

আন্তর্জাতিক গ্যালারি: ৩০০ টাকা

শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ২০০ টাকা

উত্তর ও দক্ষিণ গ্যালারি: ১০০ টাকা

পূর্ব গ্যালারি: ৫০ টাকা

নারায়ণগঞ্জে সিরিজের তৃতীয় ওয়ানডের ( ৩ নভেম্বর) টিকিটের মূল্য:

হসপিটালিটি বক্স/করপোরেট বক্স: ৫ হাজার টাকা

ভিআইপি গ্রান্ড স্ট্যান্ড: ১ হাজার টাকা

আন্তর্জাতিক গ্যালারি: ৩০০ টাকা

ক্লাব হাউস: ২০০ টাকা

পশ্চিম গ্যালারি: ১০০ টাকা

পূর্ব গ্যালারি: ৫০ টাকা

সিলেটে (আইসিসির অনুমোদন সাপেক্ষে ৬ নভেম্বর) একমাত্র টি-টোয়েন্টির টিকিটের মূল্য:

হসপিটালিটি বক্স/করপোরেট বক্স: ৫ হাজার টাকা

ভিআইপি গ্রান্ড স্ট্যান্ড: ১ হাজার টাকা

আন্তর্জাতিক গ্যালারি: ৩০০ টাকা

ক্লাব হাউস: ২০০ টাকা

উত্তর ও দক্ষিণ গ্যালারি: ১০০ টাকা

পূর্ব গ্যালারি: ৫০ টাকা