রজতজয়ন্তীতে আমিনুল–হাবিবুল–মেহরাবদের মিলনমেলা

গল্প, আড্ডা আর স্মৃতিচারণায় রঙিন হয়ে উঠল বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বর্ষপূর্তি অনুষ্ঠান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের মিডিয়া প্লাজার সামনের মঞ্চে আজ বিকেলে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের মিলনমেলা বসেছিল। ছবি তুলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী শামসুল হক।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের প্রবেশমুখে লাগানো হয়েছে একটা অনার্স বোর্ড। সেখানে বাংলাদেশের হয়ে টেস্ট খেলা সবার নামই আছে।
বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের সই করা এই স্মারক জার্সি নিশ্চয় খুব যত্ন করে রেখে দেবে বিসিবি
স্মারক জার্সিতে সই করছেন বিসিবি সভাপতি ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম।
স্মারক জার্সিতে সই করছেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক হাবিবুল বাশার।
বাংলাদেশের অভিষেক টেস্টের দুই ওপেনার মেহরাব হোসেন (বাঁয়ে) ও শাহরিয়ার হোসেনের (ডানে) সঙ্গে আড্ডায় মজেছেন হাবিবুল বাশার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম তখন বক্তব্য দিচ্ছিলেন।
বাংলাদেশের অভিষেক টেস্টের কোচ সরোয়ার ইমরানকে ব্লেজার পরিয়ে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মেহরাব হোসেন, শাহরিয়ার হোসেন, সরোয়ার ইমরান, হাসিবুল হোসেনরা যেন মনোযোগী শ্রোতা।
কোচ সরোয়ার ইমরানকে নিয়ে সাবেক ক্রিকেটাররা একত্র হয়ে ছবিও তুলেছেন।
টেস্ট মর্যাদা পাওয়ার রজতজয়ন্তী অনুষ্ঠানে কেক কাটেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।