লিটন বললেন, ‘আমৃত্যু তোমার হাত ধরে থাকব’

ইউরোজয়ী ইংল্যান্ডের মেয়েদের উদ্‌যাপন। লিটন দাসের ষষ্ঠ বিয়েবার্ষিকী। প্রেমিকার সঙ্গে নেইমার এবং ক্রাচ হাতে ঋষভ পন্ত। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যম থেকে ক্রীড়া তারকাদের নির্বাচিত ছবি—
ইউরো জয়ের আনন্দে বিভোর ইংল্যান্ড দলের মেয়েরা। গতকাল রাতে ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড
 রয়টার্স
মেয়েদের ইউরোয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ট্রফি হাতে ফিরছেন স্পেন তারকা আইতানা বোনমাতি। দলকে শিরোপা জেতাতে না পারায় তাঁর চোখেমুখে বিষাদ
পায়ের চোটে ইংল্যান্ড সিরিজ শেষ হয়ে গেছে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্তের। ক্রাচ কোলে রেখে হাসিমুখেই ছবিটি তুললেন তিনি
ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর নিজের শৈশবের এ ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘হৃদয়ে এখনো এই শিশুকে লালন করি।’
একটি দিন ছুটি পেয়েছিলেন নেইমার। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে দিনটি কাটানোর মাঝে এই ছবিটি তুলে পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে লিখেছেন, ‘যারা আপনাকে ভালোবাসে, পাশে থাকতে চায়, তাদের সঙ্গে নিয়ে যা খুশি করুন।’
সৌদি প্রো লিগ ছেড়ে কাতারের ক্লাব আল সাদে যোগ দিয়েছেন রবার্তো ফিরমিনো। পরিবার নিয়ে সময় কাটানোর ফাঁকে ছবিতে ব্রাজিল তারকা
জাপান সফর করছে বার্সেলোনা। দেশটিতে গিয়ে দর্শনীয় স্থানে ছবি তোলার লোভ সামলাতে পারলেন না বার্সার পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি
ষষ্ঠ বিয়েবার্ষিকীতে সন্তান ও স্ত্রীসহ এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা লিটন দাস। ক্যাপশনে লিখেছেন, ‘আমৃত্যু তোমার হাত ধরে থাকব।’