ক্রিকেটের প্রতি কামরান আকমলের ভালোবাসা। হেসেখেলে রাচিন রবীন্দ্রর সময় পার। স্ত্রী-সন্তানদের সান্নিধ্যে ওয়াহাব রিয়াজ। স্ত্রীকে ডেভিড ওয়ার্নারের জন্মদিনের শুভেচ্ছা আর রোহিত শর্মার অবকাশ যাপন। মাঠ ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
একসঙ্গে হাঁটার এই ছবিতে স্ত্রী ক্যান্ডি ওয়ার্নারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারচ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারার দুঃখটা বোধ হয় এভাবে হেসেখেলে ভুলছেন রাচিন রবীন্দ্র
বিজ্ঞাপন
পেনাল্টি মিসের পর ভিনিসিয়ুস জুনিয়রকে সান্ত্বনা দিচ্ছেন জুড বেলিংহাম। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে।
বিজ্ঞাপন
এই ছবিটা পোস্ট করে ক্রিকেটের প্রতি নিজের আবেগ ও ভালোবাসার কথা বলেছেন পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমলস্ত্রী–সন্তানদের সান্নিধ্যে রমজান মাসটা যে আনন্দে কাটছে, সেটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজপাকিস্তান–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি সিরিজের আগে ট্রফি মাঝে রেখে পোজ দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হারিস ও নিউজিল্যান্ড অধিনায়ক ইশ সোধিকোনো বর্ণনা নয়, ভালোবাসার ইমোজি দিয়ে সন্তানদের নিয়ে তোলা এই ছবিটা পোস্ট করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফি জিতে সময়টা যে ভালো কাটছে, ছবিটি বলে দিচ্ছে