Thank you for trying Sticky AMP!!

২০২৪ সালে প্যারিসে বসবে অলিম্পিকের আসর

২০২৪ প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে ৪০ দেশ

আগামী বছর প্যারিসে অনুষ্ঠেয় অলিম্পিক অন্তত ৪০টি দেশ বয়কট করতে পারে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোরনিউক। তাঁর মতে, রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের খেলতে দিলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিপুলসংখ্যক দেশের জোট প্যারিস অলিম্পিকে অংশ নেবে না। তবে যেকোনো ধরনের বয়কটে খেলোয়াড়দের ক্ষতিই করা হয়, মনে করিয়ে দিয়ে সম্ভাব্য বয়কটকারীদের সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

Also Read: উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়া, তবু চ্যাম্পিয়ন এক ‘রুশ’

বিবিসি জানিয়েছে, ২০২৪ অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিতে চায় আইওসি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোয় রাশিয়া এখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ। যুদ্ধে রাশিয়ার সহযোগী বেলারুশকেও বয়কট করেছে ইউরোপের কয়েকটি দেশ। এমন অবস্থায় দেশ দুটির খেলোয়াড়দের অলিম্পিকে খেলতে দেওয়ার বিপক্ষে দেশগুলো। তবে আইওসি চায় ‘নিরপেক্ষ পতাকা’য় খেলোয়াড়দের সুযোগ দিতে।

ইউক্রেন যুদ্ধ প্যারিস অলিম্পিককে হুমকির মুখে ফেলতে পারে

‘পাসপোর্টের কারণে কোনো ক্রীড়াবিদকে প্রতিযোগিতার বাইরে রাখা উচিত নয়’—মন্ত্রে এ বিষয়ে একটি পরিকল্পনাপত্র প্রকাশ করা হয়েছে গত সপ্তাহে। যার নিন্দা করে যুক্তরাজ্য সরকারের সাংস্কৃতিক মন্ত্রী মিচেল ডোনেলান বলেন, পরিকল্পনাটি এমনভাবে করা হয়েছে, যেন পৃথিবী এখন যুদ্ধ-বাস্তবতার বাইরে। ইউক্রেনের প্রেসিডেন্ট প্যারিস অলিম্পিক বয়কটেরই হুমকি দিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ‘একঘরে’

বৃহস্পতিবার পোল্যান্ডের ক্রীড়ামন্ত্রী জানান, শুধু ইউক্রেন নয়, অন্তত ৪০টি দেশ প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে, ‘যদি অলিম্পিক গেমস বয়কট করতে হয়, আমরা সেই জোটের অংশ হব। আর জোটগত বয়কট হলে গেমস আয়োজন গুরুত্বহীন হয়ে পড়বে।’ এরই মধ্যে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিরপেক্ষ পতাকায় খেলতে দেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে লাটভিয়া, লিথায়ানিয়া, এস্তোনিয়া ও পোল্যান্ড।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন ইয়ান-পিয়েরে অবশ্য আইওসির পরিকল্পনার পক্ষে তাঁর দেশের সায় আছে বলে জানিয়েছেন, ‘এটি নিশ্চিত করতে হবে যেন কোনো খেলোয়াড় রাশিয়া বা বেলারুশের প্রতিনিধিত্ব করতে না পারে।’