Thank you for trying Sticky AMP!!

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

আইপিএলের জন্য ছাড় পেতে আইসিসির প্রস্তাব মেনে নিচ্ছে ভারত

বাণিজ্যে বসতি লক্ষ্মী—এ কথা বহু আগেই মেনে নিয়েছে খেলার নিয়ন্ত্রক সংস্থাগুলো। যত বেশি সম্ভব আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্ট বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ফিফা ও আইসিসির মতো খেলাধুলার অভিভাবক সংস্থাগুলো। ইউরোপিয়ান ফুটবলে যেমন নেশনস লিগ নামে একটি নতুন টুর্নামেন্টই শুরু করা হয়েছে।

ক্রিকেটে আইসিসিও প্রায় প্রতিবছরই কোনো না কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হাজির করছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ২০২০ ও ২০২১ সালে টানা দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যবস্থা করেছিল আইসিসি। করোনার কারণে এক বছর পিছিয়ে পড়ায় এখন ২০২১, ২০২২ ও ২০২৩—টানা তিন বছরে তিনটি বিশ্বকাপ দেখার সুযোগ করে দিচ্ছে আইসিসি। বছরে একটি টুর্নামেন্ট আয়োজন করেও সন্তুষ্ট হচ্ছে না ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা। বছরে একাধিক টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা। এতে অনিচ্ছার কথা জানিয়েছিল ভারত।

নিজেদের সে সিদ্ধান্ত থেকে সরে আসছে ভারত। কারণ, আইপিএলের জন্য আন্তর্জাতিক ক্রিকেট–সূচিতে বরাদ্দ করা সময়টা বাড়াতে রাজি হয়েছে আইসিসি।

আইসিসির সিদ্ধান্তের বিরোধিতা আর করতে রাজি নয় বিসিসিআই।

আইসিসির পরবর্তী ভবিষ্যৎ ক্রিকেট–সূচিতে একাধিক টুর্নামেন্ট রাখার প্রস্তাব নতুন নয়। তবে প্রথম দিকে এর বিরোধিতা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু গত কিছুদিনে নিজেদের সে অবস্থান থেকে সরে এসেছে বোর্ড। জানা গেছে, মনোভাব এভাবে বদলে ফেলার পেছনে ভূমিকা আইসিসির একটি সিদ্ধান্তের। বিসিসিআই আইপিএলের জন্য আন্তর্জাতিক সূচিতে আরেকটু বেশি সময় চাচ্ছে। এবারের আইপিএলেই করোনার কারণে সূচি–জটিলতার ঝামেলায় পড়ে গিয়েছে আইসিসি। সে কারণে সূচির ব্যাপারে একটু ছাড় চাইছে বিসিসিআই।

বিসিসিআই ছাড়া ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী তিন বোর্ডের বাকি দুটি—ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও আইসিসির সিদ্ধান্তের বিরোধিতা করেছিল।

আগামী মৌসুমে যেন এ জটিলতায় পড়তে না হয়, সেটা নিশ্চিত করতে চাইছে ভারতীয় বোর্ড। সে কারণেই বিসিসিআই ‘কমই ভালো’ নীতি থেকে সরে আসছে। আগামী বছর আরও দুটি দল অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বোর্ডের। ফলে ম্যাচের সংখ্যা বাড়বে। আইপিএলের জন্য আন্তর্জাতিক সূচিতে নির্ধারিত সময়ও বাড়াতে হবে এর ফলে। আর সেটা নিশ্চিত করতেই এখন আইসিসির বেশি টুর্নামেন্টের প্রস্তাবে বিরোধিতা থেকে সরে আসছে বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুটি দল অন্তর্ভুক্ত করার ব্যাপারে আইসিসির অনানুষ্ঠানিক অনুমোদন পেয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে বিসিসিআই ছাড়া ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী তিন বোর্ডের বাকি দুটি—ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও আইসিসির সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কিন্তু এখন নাকি আইসিসির প্রস্তাবে সবাই রাজি।

তিন বছরে তিন বিশ্বকাপ দেখা যাবে।

২০১৯ সালে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আইসিসির টুর্নামেন্ট কমানোর পক্ষে নিজের অবস্থান জানিয়েছিলেন, ‘মাঝেমধ্যে জীবনে কম পাওয়াই ভালো। আমাদের এ ব্যাপারে সতর্ক হতে হবে। ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছরে একবার হয় এবং এ নিয়ে উন্মাদনা টের পাওয়া যায়। আইসিসিকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে কথা বলার দায়িত্ব আমার না। যখন এ আলোচনায় যোগ দেওয়ার সুযোগ পাব, তখন জানাব।’

ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের সে অবস্থান থেকে সরে আসছে বলেই মনে হচ্ছে এখন।