Thank you for trying Sticky AMP!!

আইপিএলে বসে থাকাটা তাহলে উপকারই করেছে সাকিবের

আফগানিস্তানের বিপক্ষে কাল আরেকটি উইকেট নেওয়ার পর। দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। ছবি: প্রথম আলো

সময়টা এখন সাকিব আল হাসানের। তিনি এখন ভিজছেন অভিনন্দনের বৃষ্টিতে। চারদিকে শুধু সাকিব-স্তুতি। বাঁহাতি অলরাউন্ডারকে নিয়ে প্রশংসার এই সুযোগ হাতছাড়া করছে না সানরাইজার্স হায়দরাবাদও। কাল সাকিবকে তারা অভিনন্দন জানিয়েছে ফেসবুকে নিজেদের পেজে। অথচ গত আইপিএলে এই হায়দরাবাদের একাদশে নিয়মিত সুযোগ পাননি বাংলাদেশ অলরাউন্ডার।

কাল সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিক জানতে চাইলেন, আইপিএলের পর তিনি কি নিজেকে প্রমাণের তাড়না অনুভব করেছেন? সে কারণেই নিজেকে অন্যভাবে তৈরি করেছেন? সাকিবের সোজাসাপ্টা উত্তর, ‘আমি নিজেকে তৈরি করেছি (বিশ্বকাপের জন্য), তবে আমার প্রমাণের কিছু নেই। বিশ্বকাপ শুরুর আগে যেভাবে প্রস্তুতি নেওয়ার দরকার আমি নিয়েছি। আমার সৌভাগ্য, এটা এখন কাজে দিচ্ছে।’

হায়দরাবাদের একাদশে সাকিব যখন উপেক্ষিত, তখন তিনি বসে থাকেননি। কাজ করেছেন ফিটনেস নিয়ে। দলের স্পিন কোচ সুনীল যোশি জানালেন, সাকিব এ সময়ে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমিয়েছেন। রানিং বিটুইন দ্য উইকেটে অনেক স্বচ্ছন্দ হয়েছেন। এই ফিটনেস কতটা উপকৃত করছে, সেটি কাল আরেকবার বললেন সাকিব, ‘ফিটনেস আমাকে অনেক সহায়তা করেছে। মানসিকভাবেও অনেক সহায়তা করেছে। শারীরিক-মনস্তাত্ত্বিকভাবে একটি আরেকটির পরিপূরক। অনেক পরিশ্রম করেছি। এটা মানসিকভাবে অনেক সহায়তা করেছে।’

সাকিবকে একাদশে না নেওয়া বাংলাদেশের দর্শকেরা হায়দরাবাদের কম নিন্দে করেনি। আইপিএল খেলে ক্লান্ত হননি, বরং চনমনে সাকিবকে পাওয়া গেছে ক্রিকেট বিশ্বকাপের মতো বড় মঞ্চে, যেটির ফল এখন মিলছে। হায়দরাবাদকে একটা ধন্যবাদ দিতে পারে বাংলাদেশের দর্শকেরা!