Thank you for trying Sticky AMP!!

ইংল্যান্ডের জার্সিতেও বর্ণবাদ বিরোধী বার্তা

ব্ল্যাক লাইভস ম্যাটার লোগো লাগানো জার্সি পরে খেলবে ইংল্যান্ড ক্রিকেট দলও। ফাইল ছবি
>ওয়েস্ট ইন্ডিজের পর ইংল্যান্ডও বর্ণবাদ বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছে।

'ব্ল্যাক লাইভস ম্যাটার' লেখা জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ দল। অন্যান্য খেলার মতো ক্রিকেটও বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে। প্রথম পদক্ষেপটা নেয় ক্যারিবিয়রা।

এবার ইংল্যান্ডও যোগ দিচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলনে। ইংলিশ ক্রিকেটারদের জার্সিতেও 'ব্ল্যাক লাইভস ম্যাটার' লেখা থাকবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ জুলাই থেকে সাউদাম্পটনে দর্শকশূন্য জৈব-সুরক্ষিত নিরাপদ পরিবেশে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড।

ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বর্ণবাদী মানসিকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিস্কার করতে গিয়ে বলেছেন, 'ব্ল্যাক লাইভস ম্যাটার বার্তাটি ইসিবি পূর্ণ সমর্থন করে। এই সময়টা হচ্ছে একতাবদ্ধতার। আমরা গর্বিত যে খেলোয়াড়রা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে মিলে লোগোটা জার্সিতে যুক্ত করছে। এটা হচ্ছে সবাই মিলে এক হওয়ার একটা বার্তা।'

টেস্ট অধিনায়ক জো রুটও এই স্লোগানের পক্ষে। বর্ণ বৈষম্য ভুলে সবার জন্য সমান সুযোগ ও অধিকার চান তিনি, 'সবার জন্যই সমান সুযোগ ও সমান অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সচেতনতা গড়ে তোলা উচিত। ইংলিশ ক্রিকেটার ও ম্যানেজমেন্ট এক্ষেত্রে এক সঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ ব্যবহার করে আমরাও এই আন্দোলনে সমর্থন জানাচ্ছি।'