এক ওভারে ৩৪ রান!

মারকুটে নিশাম। ছবি: এএফপি
মারকুটে নিশাম। ছবি: এএফপি
>

এক ওভারে ৩৪ রান নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ আক্রমণাত্মক ছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম

৬,৬,৬,৬,৩ (নো-বল),৬,১ - শেষ বলটা ঠিকমতো মারতে পারলে ওয়ানডেতে এক ওভারে সবচেয়ে বেশি রান নেওয়ার রেকর্ডটা আজকেই করে ফেলতে পারতেন জিমি নিশাম! কিংবা, শেষ বলে যদি ১ না হয়ে অন্তত চার রান হতো, তাহলে এবি ডি ভিলিয়ার্সকে হটিয়ে ওয়ানডেতে সবচেয়ে কম বল খেলে অর্ধশতক করার রেকর্ডটাও নিজের করে নিতে পারতেন এই কিউই! এমনই খুনে মেজাজে ছিলেন আজ তিনি। ৪৯ তম ওভারে ৩৪ রান নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের দলকে রানের পাহাড়ে চড়িয়েছেন তিনি।
নিশামের পাশাপাশি মার্টিন গাপটিল, রস টেলর আর কেন উইলিয়ামসনের ব্যাটও হেসেছে আজ। সকলের মিলিত অবদানে মাউন্ট মঙ্গানুইয়ের প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান তুলেছে নিউজিল্যান্ড। এটি কিউইদের ওয়ানডে ইতিহাসের সপ্তম সর্বোচ্চ স্কোর।
২০১৭ সালের জুন মাসের পর আর ওয়ানডে দলে ডাক পাননি নিশাম। বহুদিন পর আজকে দলে ফিরেই নিজের ফিরে আসার মুহূর্তকে রাঙিয়ে তুললেন এই বাঁ হাতি অলরাউন্ডার। আর তাতে কপাল পুড়েছে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার। ৪৯ তম ওভারটা করতে আসার আগে পেরেরার বোলিং পরিসংখ্যানটা মোটামুটি সম্মানজনক ছিল, ৯ ওভার বল করে ৪৬ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। ঝামেলাটা বাঁধল শেষ ওভারটা করতে এসেই। নিশামের কাছে পাঁচ ছক্কা খেয়ে ৩৪ রান দেওয়ার পর পেরেরার বোলিং পরিসংখ্যান দাঁড়ায়, ১০-০-৮০-২!
ওভারের প্রথম দুই বলে মিড উইকেটের ওপর দুই ছক্কা মেরে পেরেরাকে অভ্যর্থনা জানান নিশাম। দুই ছয় খেয়ে লাইন-লেংথের কথা ভুলে গিয়ে নিশামকে আবারও ফুল লেংথের বল করেন পেরেরা, ফলাফল একই। তৃতীয় ছয়টা বোলারের মাথার ওপর দিয়ে গিয়ে মাঠের সাইটস্ক্রিনে আছড়ে পড়ে। চতুর্থ বলে আবারও মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারেন নিশাম। টানা চার ছয় খেয়ে পেরেরা তখন রীতিমতো দিশেহারা। অধিনায়ক লাসিথ মালিঙ্গার সঙ্গে শলাপরামর্শ করেও লাভ হয়নি, পরের বলটা ফুলটস মারতে গিয়ে নো-বলের শিকার হন তিনি, যে বলে নিশাম আরও দুই রান তুলে নেন। ফ্রি-হিট পেয়ে ওভারের পঞ্চম ছক্কাটা মারেন নিশাম। মাঠে তখন তুমুল উত্তেজনা, ওভারের ৫ বলে ৩৩ রান নেওয়া নিশাম কি শেষ বলে অন্তত একটা বাউন্ডারি মারতে পারবেন? মারতে পারলেই একই সঙ্গে দুই দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যানের কাছ থেকে দুটি রেকর্ড কেড়ে নিতে পারতেন তিনি— হার্শেল গিবসকে হটিয়ে এক ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা নিজের করে নিতে পারতেন, আর ভিলিয়ার্সকে হটিয়ে সবচেয়ে কম বলে অর্ধশতক করার রেকর্ডটাও করে ফেলতেন। রেকর্ড হারানোর শঙ্কাতে ছিলেন থিসারা পেরেরা নিজেও। ২০১৩ সালে শ্রীলঙ্কার পাল্লেকেল্লেতে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনের এক ওভারে ৩৫ রান নিয়ে এক ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান তোলার রেকর্ডটা এই পেরেরারই!
যাই হোক, শেষ পর্যন্ত কোনো রেকর্ডই ভাঙেনি, শেষ বলে এক রান নিয়ে ওভারে ৩৪ রান নিতে পারেন নিশাম। তবে একটা রেকর্ড কিন্তু ঠিকই করে ফেলেছেন তিনি, সেটি ন্যূনতম ১০ বল খেলা ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক-রেটওয়ালা ইনিংসের রেকর্ড! ৩৬১.৫৪ স্ট্রাইক রেটে ১৩ বলে ৪৭ রান করেছেন নিশাম, পেছনে ফেলেছেন ৩৩৮.৬৪ স্ট্রাইক রেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ভিলিয়ার্সের ৪৪ বলে ১৪৯ রানের ইনিংসটাকে।
নিশামের আগে কিউইদের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মার্টিন গাপটিল (১৩৯ বলে ১৩৮), কেন উইলিয়ামসন (৭৪ বলে ৭৬) ও রস টেলর (৩৭ বলে ৫৪)।
জবাব দিতে নেমে ডিকভেলা আর গুনাতিলাকার উইকেট দুটি হারিয়ে ২৩ ওভারে ২ উইকেটে ১৫৫ রান তুলেছে লঙ্কানরা। দিনটাকে পুরোপুরি নিজের করে নেওয়ার মিশনে নেমেছেন যেন নিশাম, উইকেট দুটিও যে তারই শিকার!