Thank you for trying Sticky AMP!!

সাকিব আল হাসান

‘এমন উইকেটে খেললে ক্যারিয়ার শেষ হয়ে যাবে’

মাহমুদউল্লাহর ভাগ্য ভালো বলতেই হয়। ঘরের মাঠে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের ১০ ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র মাহমুদউল্লাহই ফিফটির দেখা পেয়েছেন। আফিফ হোসেনও বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন। এ ছাড়া বাংলাদেশ দলের বাকি ব্যাটসম্যানরা ছিলেন রানখরায়। সে জন্য গত দুই সিরিজে ব্যাটসম্যানদের পারফরম্যান্সকে স্মৃতিতেই রাখতে চান না সাকিব আল হাসান। তাঁর দাবি, এমন মন্থর উইকেটে খেললে নাকি ব্যাটসম্যানদের ক্যারিয়ারই শেষ হয়ে যাবে!

টানা তিন সিরিজ জিতেছে বাংলাদেশ

আজ এলআরজি অ্যাসেট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে সাকিব সাংবাদিকদের বলেছেন , ‘এই ৯-১০টা ম্যাচ যারা খেলেছে, সবাই অফ ফর্মে আছে। উইকেটটাই এমন। এখানে কেউ খুব একটা ভালো করেনি। ব্যাটসম্যানদের এই পারফরম্যান্স গণ্য না করাই ভালো। এ রকম উইকেটে কোনো ব্যাটসম্যান ১০-১৫টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা হিসাব না করি আমরা। যারা দলে আছে, সবাই দেশকে জেতানোর সামর্থ্য রাখে। যার যার জায়গা থেকে সবাই শতভাগ চেষ্টা করছে।’

ব্যাটসম্যানরা রান না পেলেও বাংলাদেশ দল টানা তিনটি সিরিজ জেতায় বিশ্বকাপের প্রস্তুতি ভালো হয়েছে, সাকিবের এমনই দাবি। বলছিলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এর বড় কারণ হচ্ছে গত তিনটা সিরিজ আমরা জিততে পেরেছি। হয়তো পিচ, উইকেট, লো স্কোর নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। একটা দল যখন জিততে থাকে, জয়ের মানসিকতা থাকে, তা অন্য পর্যায়ের আত্মবিশ্বাস দেয়। আপনি অনেক ভালো খেলে ম্যাচ হারলে এই আত্মবিশ্বাস থাকবে না। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই।’

আইপিএল মাঠে দেখা যাবে সাকিব–মোস্তাফিজকে

বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিও সাকিবকে খুব একটা ভাবাচ্ছে না। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের লড়াই শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময়ই পাবে বাংলাদেশ দল, ‘আমরা বিশ্বকাপ শুরুর ১৫-১৬ দিন আগে যাব, প্রস্তুতির যথেষ্ট সময় থাকবে। ওই কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পাব। আমার মনে হয় না এখানকার পিচ-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলবে। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। যে আত্মবিশ্বাস আছে, সেটা নিয়ে বিশ্বকাপে যেতে পারব।’

দল সাফল্য পাচ্ছে এতেই তৃপ্ত সাকিব

তার আগে আইপিএলের দ্বিতীয় পর্ব খেলতে দু-এক দিনের মধ্যেই সাকিবের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা। মোস্তাফিজুর রহমানও খেলবেন আইপিএলের দ্বিতীয় পর্বে। বাংলাদেশ দলের দুই ক্রিকেটারের আইপিএল খেলার বিষয়টি বিশ্বকাপে বাংলাদেশ দলের উপকারে আসবে বলে সাকিবের আশা।

‘আশা করি, আইপিএল সহায়তা করবে। আমরা যেহেতু ওখানে থাকব, ওই কন্ডিশনের সঙ্গে প্রতিদিন আমাদের দেখা হবে, আমরা ম্যাচও খেলব। এই অভিজ্ঞতা আমরা দলের সাথে ভাগাভাগি করতে পারব, আমি পারব, মোস্তাফিজ পারবে। ৮টি আইপিএল দলে দুজন প্রতিনিধিত্ব করছি, খেলোয়াড়দের ভাবনা কেমন, বিশ্বকাপ নিয়ে কীভাবে ভাবছে অন্যান্য দেশের খেলোয়াড়েরা—এগুলো সম্পর্কে ধারণা হবে, যা সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করতে পারব,’—বলেছেন সাকিব।