Thank you for trying Sticky AMP!!

এশিয়া একাদশে খেলোয়াড় দেবে না পাকিস্তান

পিএসএলের জন্য ক্রিকেটার দিতে রাজি নয় পিসিবি। ছবি: এএফপি
>বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করবে বিসিবি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে এই দুই ম্যাচের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের দিতে রাজি নয় পিসিবি

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। ম্যাচ দুটি ইতিমধ্যেই আইসিসির স্বীকৃতি পেয়েছে। এশিয়া একাদশ দলের জন্য সম্ভাব্য সাত ভারতীয় ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে। এঁদের মধ্যে পাঁচজনকে বেছে নেওয়া হবে। কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে এই দুই ম্যাচের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের দিতে রাজি নয় পিসিবি। কাল বিসিবিপ্রধান নাজমুল হাসান সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

প্রীতি ম্যাচ দুটি হবে ১৮ থেকে ২১ মার্চের মধ্যে। একই সময়ে চলবে পিএসএলও। যে কারণে এশিয়া একাদশের জন্য পাকিস্তানি ক্রিকেটার পাওয়া যাবে না। বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘পাকিস্তান বলেছে, তাদের পিএসএলের সঙ্গে তারিখটা মিলে যাচ্ছে। ওরা তারিখটা পরিবর্তন করতে বলেছিল আমাদেরকে। আমরা জানিয়েছি, পরিবর্তন করা সম্ভব নয়। কারণ, ১৭ তারিখে বঙ্গবন্ধুর জন্মদিন এবং সরকার থেকেই সময় দেওয়া হয়েছে ১৮ থেকে ২২-এর মধ্যে। এরপর পাকিস্তান কোনো সাড়া দেয়নি।’

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজাকে এশিয়া একাদশের জন্য চেয়ে বিসিসিআইয়ের কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। এঁদের মধ্য থেকে পাঁচজনকে খেলার অনুমতি দিতে পারে বিসিসিআই।

প্রীতি ম্যাচ দুটির একটি হতে পারে ভারতের সর্দার প্যাটেল স্টেডিয়ামে। বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম এটি। বিসিবি প্রধান বলছিলেন, ‘স্টেডিয়ামটি যদি ওই সময় পুরোপুরি তৈরি থাকে, তাহলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি ম্যাচ সে স্টেডিয়ামে খেলাতে চায় বিসিসিআই।’