Thank you for trying Sticky AMP!!

করোনা জয় করলেন সাবেক ক্রিকেটার আশিক

করোনা জয় করে ফিরেছেন সাবেক ক্রিকেটার আশিক। ছবি: আশিকুর রহমান ফেসবুক
করোনা আক্রান্ত প্রথম বাংলাদেশি ক্রিকেটার আশিকুর রহমান সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সাবেক ক্রিকেটার ও বিসিবি গেম ডেভলপমেন্ট বিভাগের কোচ আশিকুর রহমান করোনা থেকে মুক্তি পেয়েছেন। সুস্থ হয়ে আজ বাসাবোর নিজ বাড়ি ফিরেছেন আশিক। করোনা আক্রান্তের সময়টায় সমর্থনের জন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন এই কোচ।

গত ১২ মে আশিকের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এরপর হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৮ মে ও ২৬ মে আবার করোনা পরীক্ষা করা হয়। পর পর দুইবার করোনা পরীক্ষায় আশিকের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। এরপর আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে চিকিৎসকের পরামর্শে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে আশিককে।

সুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, '২০ দিন করোনার সঙ্গে যুদ্ধ করার পর করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। সবার দোয়া ও সৃষ্টিকর্তার ভালোবাসা আমাকে সুস্থ হওয়ার মানসিক শক্তি দিয়েছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করবেন।'

বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছেন ৩৬ বছর বয়সী আশিক। ঘরোয়া ক্রিকেটে ১৫টি প্রথম শ্রেণি ও ১৮টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন। বর্তমানে বিসিবির অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব-১৭ দলে কোচের দায়িত্ব পালন করছেন।