Thank you for trying Sticky AMP!!

কোহলির উপহার দেওয়া ব্যাট যেভাবে হারালেন রশিদ খান

আফগান লেগ স্পিনার রশিদ খান। এএফপি ফাইল ছবি
>ডাকসাইটে ক্রিকেটারদের কাছ থেকে ভালো ব্যাট সংগ্রহ করেছেন রশিদ খান। এর মধ্যে একটি ব্যাট এখন আর তাঁর দখলে নেই। সেই ব্যাটটি তাঁকে উপহার দিয়েছিলেন বিরাট কোহলি

জাত লেগ স্পিনার হলেও রশিদ খান ব্যাটিংটা একেবারে মন্দ করেন না। ইনিংসের শেষ দিকে ভালোই ঝড় তুলতে জানেন। বিগ ব্যাশে একবার ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে অ্যাডাম গিলক্রিস্টের প্রশংসা কুড়িয়েছিলেন আফগান এ অলরাউন্ডার। ওয়ানডেতে এক শর ওপরে স্ট্রাইকরেট ও ২২ ব্যাটিং গড়ের রশিদ এ সংস্করণে দ্বিতীয় সেরা অলরাউন্ডারও। বোঝাই যাচ্ছে, লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিং করতেও পছন্দ করেন তিনি। আর এই ব্যাটিংয়ের প্রেমে পড়েই রশিদ গড়ে তুলেছেন বেশ ভালো এক সংগ্রহশালা।

রশিদের ক্রিকেট সরঞ্জামের ব্যাগ খুঁজলে ১০টি ব্যাট পাওয়া যাবে। এ ব্যাটগুলো তিনি সংগ্রহ করেছেন বিশ্বের ডাকসাইটে ক্রিকেটারদের কাছ থেকে। সংবাদমাধ্যমকে রশিদ বলেন, ‘ব্যাটিং শিখতে গেলে ভালো ব্যাটের দরকার হয়। অন্য ক্রিকেটারদের কাছ থেকে কয়েকটি ব্যাট সংগ্রহ করেছি। বিরাটের কাছ থেকে পেয়েছি, ডেভি (ওয়ার্নার) ও লোকেশ রাহুলও দিয়েছে। এগুলো বিশেষ ব্যাট। ক্রিকেট বিশ্বকাপে বেশি রান করতে এগুলো সাহায্য করবে আমাকে।’

কিন্তু সংগ্রহে থাকা ব্যাটগুলোর মধ্যে একটি ‘বিশেষ’ ব্যাট নিয়ে রশিদের এখন মন খারাপ। সেটি এখন আর তাঁর দখলে নেই। গত আইপিএলে কোহলির কাছ থেকে ব্যাটটি উপহার পেয়েছিলেন ২০ বছর বয়সী এ লেগ স্পিনার। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান যে ওয়ানডে সিরিজ খেলল, সেই সিরিজের প্রথম ম্যাচে কোহলির দেওয়া ব্যাটটা নিয়ে মাঠে নেমেছিলেন রশিদ। আফগানিস্তান সেই ম্যাচে হারলেও রশিদের দুটি ছক্কা নজর কেড়ে নেয় তাঁর সতীর্থ আসগর আফগানের। তার কারণও ছিল। শুনুন রশিদের মুখেই, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছিলাম। একটি চার মারতে চেয়েছিলাম। কিন্তু ছক্কা হয়ে যায়। ভাবলাম কী হলো? ওটা ছক্কা হয়ে গেল! মিড অফের ওপর দিয়ে আরেকটি চার মারার চেষ্টা করলাম, সেটাও ছক্কা হয়ে গেল। বুঝলাম, এটা সাধারণ ব্যাট না। মনে হচ্ছিল, মারলেই ছক্কা হবে। ব্যাটটাতে বিশেষ কিছু ছিল।’

ঘটনার এখানেই শেষ নয়। রশিদ আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর তাঁকে ধরলেন সাবেক অধিনায়ক আসগর আফগান। ব্যাটটি চেয়ে বসেন তিনি। আফগান নিজে ব্যাটসম্যান হওয়ায় অমন ব্যাট দেখলে চোখ চকচক করে ওঠাই স্বাভাবিক। রশিদ উভয়সংকটে পড়ে গেলেও সাবেক অধিনায়ককে ‘না’ বলতে পারেননি, ‘আমি তাকে “না” করতে পারিনি। আর সে এর মধ্যেই আমার ব্যাগ থেকে ব্যাটটা নিয়ে তার ব্যাগে তুলে রাখল। ওটা ছিল একজন বিশেষ ক্রিকেটারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বিশেষ ব্যাট।’

সতীর্থ ব্যাটটি নিয়ে নিলেও রশিদ কিন্তু ব্যাটের আশা ছাড়েননি। আফগান ব্যাটিং অর্ডারে শেষ দিকে তাঁকে বেশ দায়িত্ব নিয়েই খেলতে হয়। এ কারণে ব্যাটটি ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন রশিদ। ব্যাটটা তাঁর এতই প্রিয় যে ওটা দিয়ে সতীর্থ যেন ভালো করতে না পারেন, সেই প্রার্থনাও করছেন, ‘আশা করি ব্যাটটা দিয়ে সে যেন ভালো করতে না পারে এবং ফিরিয়ে দেয়।’

অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে আজ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ অভিযান শুরু করবে আফগানিস্তান। ব্রিস্টলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।