Thank you for trying Sticky AMP!!

কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে ছিলেন রুবেল

ফেসবুকে সাকিবের এ ছবিটি পোস্ট করেন রুবেল হোসেন। ছবি: রুবেল হোসেনের ফেসবুক পেজ
সাকিব আল হাসান একজন যোদ্ধা, জীবন্ত কিংবদন্তি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাকিবের পাশে দাঁড়িয়ে এমন কথাই লিখেছেন পেসার রুবেল হোসেন

সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় কষ্ট দমিয়ে রাখতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। পরশু সাকিব নিষিদ্ধ হওয়ার পর পরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাকিবের পাশে দাঁড়ান মুশফিকুর রহিম। ভারত সফরে দেশ ছাড়ার আগে একই অনুভূতি জানিয়ে গেছেন মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আরাফাত সানিরা। এবার রুবেল হোসেনও পাশে দাঁড়ালেন সাকিবের। বাংলাদেশের এ পেসার জানালেন, খবরটি শোনার পর কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে ছিলেন।

ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে আজ একটি স্ট্যাটাস ও ছবি পোস্ট করেছেন রুবেল। সাকিবের সঙ্গে করমর্দনের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘এই মানুষটিকে নিয়ে নতুন করে আর কী বলব, সব সময়ই শ্রদ্ধা করি মন থেকে। সাকিব মানেই একজন যোদ্ধা, একজন জীবন্ত কিংবদন্তি। খবরটি শোনার পর কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে ছিলাম। এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যে, সামনের অনেকগুলো ম্যাচে আপনাকে পাব না। তবে আমি বিশ্বাস করি আপনি ফিরে আসবেন দ্বিগুণ শক্তিতে কোটি কোটি ভক্তের ভালোবাসার মূল্য দিতে ইনশাআল্লাহ। ফিরে আসার অপেক্ষায় থাকলাম।’

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। ২০২০ সালের ২৯ অক্টোবর আবার ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। বাংলাদেশের এই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক নিষিদ্ধ হওয়ায় ভারত সফরে দুই সংস্করণে দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ ও মুমিনুল হক। টেস্টের নেতৃত্ব দেবেন মুমিনুল, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ। এ দুটি সংস্করণের কোনো দলেই জায়গা পাননি রুবেল হোসেন।