
>বিসিসিআই তাদের কর্মীদের গণমাধ্যমকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্দর মহলের খবর হরহামেশাই বাইরে চলে আসছে। আর এতে বেশ চটেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা। এখন থেকে কোনো কর্মী বোর্ডের অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে পারবে না। আর কেউ যদি কোনোভাবে গণমাধ্যমে কথা বলেন, তাঁকে পড়তে হতে পারে শাস্তির মুখে।
বিসিসিআইয়ের মুম্বাই ও বেঙ্গালুরু অফিসের ক্রিকেট একাডেমির প্রায় ১০০ কর্মীকে একটা ইমেইল দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের সচিব জয় শাহর অফিস থেকেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ইমেলে জানানো হয়েছে, ' আমাদের বিসিসিআইয়ের কর্মীদের অনেকে গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে। এটা চাকরির চুক্তি বিরোধী এবং এতে প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার হওয়ার ঝুঁকি থাকে।'
চিঠিতে আরও বলা হয়েছে, 'আশা করি আপনারা বুঝে বা না বুঝে কোনো তথ্য বা কোনো সাক্ষাৎকার বোর্ডের অনুমতি ছাড়া গণমাধ্যমে দিলে সেটার ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে বিসিসিআইয়ের কেউ যদি কোনো রকম অনুমতি ছাড়া কোনো তথ্য গণমাধ্যম বা কোনো চ্যানেলে সরবরাহ করেন তাহলে তাঁকে শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি তার চাকরিও চলে যেতে পারে।'