Thank you for trying Sticky AMP!!

গতির লড়াইয়ে সমানে সমান দুই দল

প্রথম দিনের খেলা শেষে হাসিমুখেই মাঠ ছাড়ছেন কোহলি। ছবি: এএফপি
>পার্থ টেস্টের প্রথম দিন সকালে দুর্দান্তভাবে শুরু করেছিল অস্ট্রেলিয়া। পরে নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়ার উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে ভারত। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৭৭, ৬ উইকেটে। তিন ব্যাটসম্যানকে অর্ধশতকের বেশি করতে না দেওয়া ভারতীয়দের হাত থেকে ম্যাচের লাগাম এখনো ছুটে যায়নি

পার্থের উইকেট হবে সবুজাভ, গতিময়, ঝড় তুলবেন পেসাররা, এমনটাই শোনা গিয়েছিল ম্যাচের আগে। দুই দলের একাদশ দেখেও বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ভারত নেমেছে চার পেসার নিয়ে, অস্ট্রেলিয়া তিন। প্রথম দিনের খেলায়ও পেসারদের আধিপত্য দেখা গেল। অস্ট্রেলিয়া হারিয়েছে ৬ উইকেট, এর মধ্যে ৪ উইকেটই ভারতের পেসারদের। তবে ৬ উইকেটে ২৭৭ রান নিয়ে প্রথম দিন শেষে ভালো অবস্থানেই রয়েছে অস্ট্রেলিয়া। ভারতের অবস্থানও একেবারে খারাপ বলা যাবে না।

অ্যাডিলেড টেস্টে চোট পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। পার্থে তাঁর জায়গায় আরেকজন পেসার নিয়ে নেমেছে ভারত। জসপ্রীত বুমরা ছাড়াও দলে আছেন মোহাম্মদ শামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মা। ওদিকে গত টেস্টের একাদশই পার্থে খেলাচ্ছে অস্ট্রেলিয়া। সকালের সেশনে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও মার্কাস হ্যারিস। ফিফটি তুলে নিয়েছেন দুজনেই। দলীয় ১১২ রানে তাঁদের জুটি ভেঙেছেন বুমরা। এরপর ৩৬ রানের মধ্যে আরও ৩টি উইকেট দ্রুত তুলে নেন ভারতের বোলাররা। ৪৫ রানে বিপজ্জনক হয়ে ওঠা শন মার্শকে ফিরিয়েছেন ব্যাটিং অলরাউন্ডার হনুমা বিহারি। উইকেট সেট হওয়া ওপেনার মার্কাস হ্যারিসকেও (৭০) তুলে নিয়েছেন এই স্পিনার। উসমান খাজা (৫) ও পিটার হ্যান্ডসকম্বকে (৭) ফিরিয়েছেন যথাক্রমে উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

ওপেনিং জুটি ভাঙার পর দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে এসেছিল ভারত। এখান থেকে পঞ্চম উইকেটে মার্শ-ট্রাভিস হেডের ৮৫ রানের জুটিতে আবারও ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। দলীয় ২৩২ রানে মার্শকে ফিরিয়ে তাঁদের জুটি ভাঙেন বিহারি। শেষ সেশনে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে শেষ উইকেটটি ইশান্ত শর্মার। ৫৮ রান করা হেডকে শামির ক্যাচে পরিণত করেন এই পেসার। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তিনটি ফিফটি পেলেও ভারতের বোলাররা কাউকে ইনিংস বড় করতে দেয়নি। প্রথম দিন শেষে তাই সমান অবস্থানেই রয়েছে দুই দল। পেসার প্যাট কামিন্সকে (১১*) নিয়ে উইকেটে রয়েছেন অধিনায়ক টিম পেইন (১৬*)।