Thank you for trying Sticky AMP!!

জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মুশফিকুর রহিমের

ছবির গল্পে নতুন বছরে বাংলাদেশের প্রথম জয়

নতুন বছরটা জয়ে শুভসূচনা করল বাংলাদেশ ক্রিকেট দল। শেরেবাংলা স্টেডিয়ামে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে তামিম ইকবালের দল।

এ ম্যাচে দুর্দান্ত বল করে ক্যারিবীয়দের ১২২ রানে অলআউট করে স্বাগতিকেরা। ব্যাটিংটা অবশ্য বোলিংয়ের মতো ধারালো হয়নি। তবু জয়ে শুভসূচনা করার স্বস্তি অন্য রকম। ছবির গল্পে আসুন দেখে নিই ম্যাচের কিছু মুহূর্ত:

টসে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ জার্সি পরে খেলেছে বাংলাদেশ দল। টসে মনোযোগী বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও ওয়েস্ট ইন্ডিজের জেসন মোহাম্মদ
ম্যাচের বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে একাত্মতা জানায় বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ দলও একই সংহতি প্রকাশ করেছে
প্রথম উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। আজ বল ভেতরেও ঢুকিয়েছেন এই পেসার
অ্যাকশনে অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। ৩ উইকেট নিয়ে মনে রাখার মতো অভিষেক ঘটিয়েছেন তিনি
আরও একটি উইকেট সাকিবের। সতীর্থ হাসান মাহমুদ অভিনন্দন জানালেন দৌড়ে এসে। বোলিংয়ে কিপটেমিতেও কীর্তি গড়েন সাকিব
আম্পায়ারের সামনে আউটের আবেদন নিয়ে সাকিব। ক্যারিবীয় ব্যাটসম্যানদের শান্তিতে থাকতে দেননি বাংলাদেশের এই অলরাউন্ডার
ওপেনিং জুটিতে ভালোই ব্যাট করছিলেন লিটন দাস। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি এই ওপেনার
বাংলাদেশের জয়ে ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দেন সর্বোচ্চ স্কোরার তামিম ইকবাল। তবে ম্যাচটা তিনি শেষ করে আসতে পারতেন
জয় তুলে নিয়ে মাঠ ছাড়া মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা
জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছেন মুশফিকুর রহিম