Thank you for trying Sticky AMP!!

জিম্বাবুয়ের বিপক্ষে অর্জন 'মানসিকতা'

প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে জয়ের খিদেটাই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের অর্জন, বললেন মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো
>জিম্বাবুয়ের বিপক্ষে পারফরম্যান্সের চেয়ে যেই মানসিকতা নিয়ে পারফর্ম করেছে সেটাকে বড় অর্জন বলছেন মাহমুদউল্লাহ।

জিম্বাবুয়ের বিপক্ষে অর্জনের শেষ নেই। কিন্তু টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ সিরিজ জুড়ে ক্রিকেটারদের ‘মনোভাব’কে এই সিরিজের সবচেয়ে অর্জন মনে করছেন। পারফরম্যান্সের চেয়ে তাঁর কাছে যেভাবে বাংলাদেশ খেলেছে, সেটাই নাকি বড় অর্জন।

গতকাল টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ধবল ধোলাই এর পর সংবাদ সম্মেলনে দলের মানসিকতারই জয়গান গাইলেন অধিনায়ক, ‘মানসিকতা, প্রথমে মানসিকতা এরপর পারফরম্যান্স। সবাই যে মানসিকতা ও খিদে নিয়ে খেলেছে, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

এমন দাপুটে জয় বাংলাদেশের যে খুব দরকার ছিল। বিশ্বকাপের পর থেকেই কেমন যেন ছন্নছাড়া মনে হচ্ছিল দলকে। টানা হারে চিড় ধরে ক্রিকেটারদের আত্মবিশ্বাসে। জিম্বাবুয়ে সিরিজ ছিল আত্মবিশ্বাসের গাঁথুনি শক্ত করার সিরিজ।

শুধু জিতলেই সেটা শক্ত হতো না। মাহমুদউল্লাহ মনে করেন দাপট দেখিয়ে জিতলে তবেই স্বস্তি, ‘ভালো ক্রিকেট খেলা এবং দাপট দেখিয়ে খেলাটা গুরুত্বপূর্ণ ছিল। যখন আমরা ওয়ানডেতে একত্রিত হলাম তখন আমাদের ভেতরে কথা হচ্ছিল নিজেদের পারফরম্যান্স নিয়ে। আমরা ভালো করছিলাম না। আমাদের জন্য সিরিজটা ছিল ঘুরে দাঁড়ানোর। আমরা কোনো অঘটনের সুযোগ দিইনি।’

জিম্বাবুয়কে তিন সংস্করণের ক্রিকেটে ধবল ধোলাই করে বাংলাদেশ দেখিয়েছে তাঁর দয়ামায়াহীন চেহারাটা। দুই দলের পার্থক্য প্রতি ম্যাচেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাগতিকেরা। এটাই যেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের বাস্তবতা হয়, সেই প্রত্যাশা করছেন মাহমুদউল্লাহ, ‘আমি এ রকম পারফরম্যান্স প্রত্যাশা করি। এটা আমাদের মান। এর থেকে নিচে নামা উচিত হবে না। এটা আমাদের চ্যালেঞ্জ আমাদের মান অনুযায়ী পারফর্ম করা।’