Thank you for trying Sticky AMP!!

মুমিনুল–নাজমুলের জুটিতে এসেছে ২২৬ রান।

দ্বিতীয় দিনের সকালটাও বাংলাদেশের

পাল্লেকেলে টেস্টের প্রথম দিন শেষে ১৫০ রানের জুটি। মুমিনুল হক আর নাজমুল হোসেন আজ দ্বিতীয় দিনের সকালটা শুরু করেছেন যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই। দেশের বাইরে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটা পেয়ে গেছেন মুমিনুল। নাজমুলও নিজের প্রতিজ্ঞায় অটুট। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৮।

দেশের বাইরে প্রথম সেঞ্চুরিটা পেলেন মুমিনুল হক

২৪৬ বলে ১০৭ রানে এ মুহূর্তে অপরাজিত থেকে মুমিনুল। বাংলাদেশের টেস্ট অধিনায়কের ক্যারিয়ারে পঞ্চাশকে শতকে পরিণত করতে পারার প্রবণতা সব সময়ই দারুণ ছিল। পাল্লেকেলেতে সেটি আবারও প্রমাণিত হলো। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক (১০) আজ পাল্লেকেলেতে নিজেকে আরও একটু এগিয়ে রাখলেন।

নাজমুল এরই মধ্যে খেলে ফেলেছেন ৩৬০ বল। টেস্টে খুব কম বাংলাদেশিই ৩০০ বল খেলতে পেরেছেন। এর আগে মুশফিকুর রহিম ৩ বার, জাভেদ ওমর বেলিম দুইবার আর মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, আমিনুল ইসলাম ও নাফিস ইকবাল একবার করে টেস্টে ৩০০ বল খেলেছেন। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটা পেয়েই খুশিতে আটখানা হননি তিনি। সেটিকে বড়, আরও বড় করায় মনোযোগ তাঁর। এখনো পর্যন্ত ১৫৫ পর্যন্ত পৌঁছেছেন। একটা দ্বিশতক, এটা তো প্রত্যাশিতই।