Thank you for trying Sticky AMP!!

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি- সংগৃহীত।
>করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয়ে আছে আইসিসি।

এ বছর কি টি–টোয়েন্টি বিশ্বকাপ হবে? প্রশ্নটা দিন দিন আরও জোরালো হচ্ছে। এ বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি–টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনা মহামারী এবং সারা বিশ্বে ভ্রমণ নিষেধাজ্ঞার কড়াকড়িতে আইসিসি এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে সংশয়ে আছে। তবে অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক বেশ আশাবাদী, সে দেশে এ বছরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে এরই মধ্যে নিজেদের আশার কথা জানিয়ে দিয়েছেন কোলবেক, 'ফেডারেল সরকার ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে স্থানীয় আয়োজক কমিটি এবং রাজ্য সরকারগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি এই বছর আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারব। করোনা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের সচেতনতা জরুরি। করোনা থেকে অস্ট্রেলিয়াকে রক্ষা করতে আমরা তিন ধাপের একটা কর্মপরিকল্পনা নিয়েছি। যার মধ্যে সব রকমের খেলাধুলা ফেরানোর পরিকল্পনা রয়েছে আমাদের।'

খেলা মাঠে ফেরানোর আশা করলেও দর্শকদের নিয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি তিনি, ' সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া দর্শকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত আমরা নিইনি। আমরা খেলোয়াড় এবং দর্শকদের নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। টুর্নামেন্ট সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তই আইসিসি নেবে।'

সিডনি মর্নিং হেরাল্ডের তথ্য অনুসারে এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭২৮৯ জন, মারা গেছে ১০২ জন। আগামী কয়েক মাসে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি কেমন হয় সেটাও আইসিসি নিশ্চয় পর্যবেক্ষণ করবে। যদিও গত ১০ জুনের বোর্ড সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। অবস্থা পর্যবেক্ষণ করে আগামী মাসে আবারও বৈঠকে বসবে আইসিসি।