Thank you for trying Sticky AMP!!

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে শততম উইকেট নেন সাকিব

টেস্টে জর্জ গিফেন, বোথাম ওয়ানডেতে, টি–টোয়েন্টিতে সাকিব

কাল ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়াকেই শুধরে দিয়েছিলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট আর হাজার রান—এমন কীর্তি যে আর কারও নেই। ধারাভাষ্যকার এ কীর্তির কথা বলতে গিয়ে ‘প্রথম বাংলাদেশি হিসেবে’ শব্দগুলো বলার পরই সাকিব নিজেই জানিয়ে দিয়েছিলেন—টি-টোয়েন্টিতে এমন কিছু করে দেখাতে পারেননি আর কেউই।

গতকাল সাকিবের বলে অ্যাশটন টার্নারের ক্যাচটি যখন মাহমুদউল্লাহ লুফে নিলেন, তখনই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে শততম উইকেটটি নিজের করে নেন সাকিব।

জর্জ গিফেন

সেই সঙ্গে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট আর হাজার রানের অনন্য কীর্তি। এ সংস্করণে হাজার রান তিনি পূর্ণ করেছেন অনেক আগেই। ৮৪টি টি-টোয়েন্টি খেলে ২৩ গড়ে এখন পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ১৭১৮ রান।

সাকিব টি-টোয়েন্টিতে প্রথম হলেও টেস্ট আর ওয়ানডেতে এমন কীর্তি প্রথম যাঁরা গড়েছেন তাঁরা হলেন জর্জ গিফেন আর ইয়ান বোথাম। অস্ট্রেলীয় ক্রিকেটার গিফেন টেস্ট ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট আর হাজার রান করেছিলেন। আর বোথাম ওয়ানডেতে।

ইয়ান বোথাম

গিফেন ছিলেন ক্রিকেট ইতিহাসে প্রথম যুগে আবির্ভূত অলরাউন্ডারদের একজন। অফ ব্রেক বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও বেশ ভালোই করতেন। সে যুগে বেশ মারকুটে ব্যাটিংয়ের জন্যই পরিচিত ছিলেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ১০ হাজার রান আর ৫০০–এর বেশি উইকেট তাঁর দখলে। ১৮৯৬ সালে তিনি ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান আর ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন।

ইতিহাস গড়লেন সাকিব

বোথাম ওয়ানডে ক্রিকেটে এমন কীর্তি গড়েছেন। ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ওয়ানডেতে তাঁর শততম উইকেটটি তুলে নিয়েছিলেন। তবে এর দুই বছর আগেই তিনি হাজার রান পেরিয়ে গিয়েছিলেন। ১৯৮৫–তে লর্ডসের সেই ম্যাচটি ছিল ওয়ানডে ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ‘ডাবলস’ পাওয়ার মঞ্চ।

গিফেন আর বোথামের সঙ্গে এখন উচ্চারিত হবে সাকিবের নামও। এমন কীর্তি অনেকেই করবেন। কিন্তু ‘প্রথম’ যে থেকে যাবে অন্ততকাল ধরেই!