Thank you for trying Sticky AMP!!

সাকিব আল হাসানের উইকেট পাওয়ার আনন্দ

ডোনাল্ডের প্রশ্ন, সাকিবকে আর কী শেখানোর আছে?

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই সাকিব আল হাসান ছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের ভয়ের কারণ। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৪ উইকেট পেলেও ওভারপ্রতি গড়ে আড়াইয়ের বেশি রান দেননি। মিরপুর টেস্টেও ছবিটা বদলায়নি, বরং আরও উজ্জ্বল। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে এখন পর্যন্ত ২৬ ওভার বল করে ৫৯ রান দিয়ে সাকিবের শিকার ৩ উইকেট। মিরপুর টেস্টে তৃতীয় দিন সাকিবের ফ্লাইট, নিয়ন্ত্রণ আর বাঁক মন্ত্রমুগ্ধ করেছে দর্শকদের।

Also Read: বৃষ্টির আগে ও পরে সাকিবের ঝলক

সাকিব আল হাসানের বোলিং দেখে মুগ্ধ বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও যেন সাকিবের বোলিংয়ের ভক্ত হয়ে গেছেন। আজ সাকিবের বোলিং দেখে তিনি এতটাই বিস্মিত, এই বাঁহাতি স্পিনারের মাহাত্ম্য বোঝাতে কখনো শেন ওয়ার্ন, কখনো আবার এবি ডি ভিলিয়ার্সের উদাহরণ টেনেছেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে ডোনাল্ড বলছিলেন, ‘সাকিবের মতো একজনকে আপনি কি শেখাবেন? শেন ওয়ার্নের মতো সে–ও অনেক অভিজ্ঞ। সে সব কন্ডিশনে খেলেছে। পুরো দলকে সে চাঙা করে রাখে। ঠিক জায়গায় বল করেই যায়।’

Also Read: সাকিবে চড়ে মিরপুরে ওয়ার্ন নামলেন যখন...

বাংলাদেশের স্পিন বোলিং কোচে রঙ্গনা হেরাথ। তাঁর সঙ্গে সাকিবের সম্পর্ক বেশ ভালো, এমনটাই বললেন ডোনাল্ড

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে সাকিবের সম্পর্কের উদাহরণ টেনে ডোনাল্ড বলেন, ‘সাকিব ও রাঙ্গার (রঙ্গনা হেরাথ) মধ্যে খুব ভালো সম্পর্ক। সাকিব যখন স্পিন বোলিং নিয়ে কথা বলে, তখন মনে হয় সে তার জগতে আছে। আমি সাকিবের অনেক বড় ভক্ত। যখন এবির (ডি ভিলিয়ার্স) মতো ক্রিকেটার বলে, সাকিবের বোলিংয়ে ক্রিজ ছেড়ে খেলা কঠিন। তাহলে অবশ্যই এটা কঠিন।’

Also Read: খেলা দেখতে আসা শিক্ষার্থীদের ‘ড্রেসিংরুম’ বাবু আলী সেলুন

আজও হাসবেন সাকিব, এমনটাই আশা বাংলাদেশ দলের সবার

মিরপুর টেস্টের চতুর্থ দিন সাকিব পাঁচ উইকেট পাবেন, এই ভবিষ্যদ্বাণীও দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির। সাকিবকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেছেন, ‘সে খুবই চতুর একজন ক্রিকেটার। বলের গতি খুব সুন্দর করে সে কমায়, বাড়ায়। আজ সে আবার সেটি করে দেখিয়েছে, যেটার জন্য সে পরিচিত। আশা করি, সে আগামীকাল পাঁচ উইকেট শিকার করবে। তার মতো একজনের দলে থাকা অসাধারণ। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ অমূল্য সম্পদ।’

Also Read: শ্রীলঙ্কার ওপর চাপ তৈরি করতে পারে সাকিব