Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

>
ম্যাচসেরার পুরস্কার ওঠে ডি ককের ঝুলিতে। ছবি: এএফপি

একদিনের আন্তর্জাতিক ম্যাচের পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৮৩ রান করে ম্যাচসেরা হয়েছেন কুইনটন ডি কক। এ জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

কেপটাউনে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে স্বাগতিকেরা। ৬ ওভারের মাথাতে স্বাগতিকেরা প্রথম উইকেট হারালেও খুব একটা সমস্যায় পড়তে হয়নি। দলের ৩৯ রানে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা। এরপর হেনরিক-ডি কক জুটিতে ৬১, ডু প্লেসি-ডি কক জুটিতে ৪৬ ও ডু প্লেসি-ফন ডার ডুসেনের ৯৫ রানের জুটির ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ নিজেদের করে নেয় প্রোটিয়ারা। ডু প্লেসি ও ফন ডার ডুসেন দুজনই ৫০ রানে অপরাজিত ছিলেন। ১৪ রানের মাথায় ওপেনার আমলা শাহিন আফ্রিদির বলে ফিরে গেলেও ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ডি কক। দলীয় ১৪৬ রানের মাথায় ডি কককে ফেরান উসমান শিনওয়ারি। এর আগে ৩৩ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলে আমিরের বলে সাজঘরে ফেরেন হেনরিক। ১০ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে যায় স্বাগতিকেরা।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৪০ রান তোলে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন ফখর জামান। ৭৩ বলে ৭০ রানের ইনিংসে চার মেরেছেন ১০টি। আটে নেমে ৩১ বলে ৪৭ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম। দক্ষিণ আফ্রিকার দুই পেসার ডোয়াইন প্রিটোরিয়াস ও আন্দিলে ফিকোয়াও নিয়েছেন ২টি করে উইকেট।