অন্য কলাম

পাপা হচ্ছেন পাপ

স্ত্রী কাইলির সঙ্গে ক্লার্ক
স্ত্রী কাইলির সঙ্গে ক্লার্ক

একটি সুসংবাদকে সঙ্গী করেই কার্ডিফে অ্যাশেজের প্রথম টেস্ট খেলতে নেমেছেন মাইকেল ক্লার্ক—পাপ। নতুন অতিথি আসছে ঘরে—টুইটারে অস্ট্রেলিয়ান অধিনায়ক জানিয়েছেন নিজেই। স্ত্রী কাইলি ক্লার্কও ভীষণ রোমাঞ্চিত, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়ে দিলেন ‘বেবি ক্লার্ক’-এর জন্য আর তর সইছে না দুজনের। ক্যারিয়ারে কখনোই ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জেতা হয়নি। এবার কী হবে? কে জানে, নতুন অতিথির আগমনীবার্তা হয়তো পাপকে সৌভাগ্যের ইঙ্গিতই দিচ্ছে! এএফপি, ক্রিকেট অস্ট্রেলিয়া।