Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশকে কমপক্ষে ২৭৫ করতে হবে

আজকের ফাইনালে ভারতে অনেকটাই এগিয়ে রাখছেন সৌরভ। ফাইল ছবি
>ভারত অপ্রতিরোধ্য দল। এশিয়া কাপে প্রতিটি ম্যাচেই নিজেদের পারফরম্যান্সের উত্তরণ ঘটিয়েছে। ভারতকে হারাতে হলে বাংলাদেশকে যে দারুণ কিছু করতে হবে, সেটিই জানিয়েছে সৌরভ গাঙ্গুলী।

এশিয়া কাপ ক্রিকেটে আজকের বাংলাদেশ-ভারত ফাইনালে নিজের দেশকে অনেকটাই এগিয়ে রাখছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কলকাতার আনন্দবাজার পত্রিকায় লেখা এক কলামে তিনি ভারতকে ‘অপ্রতিরোধ্য’ দল বলেছেন। সেই সঙ্গে বলেছেন, ‘ভারতকে হারানো মোটেও সহজ কিছু নয়।’

এশিয়া কাপে প্রতিটি ম্যাচেই ভারত নিজেদের পারফরম্যান্সের উত্তরণ ঘটিয়েছে বলে মনে করেন সৌরভ, ‘হংকংয়ের সঙ্গে হোঁচট খেয়ে শুরুর পর থেকে রোহিতরা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। ফাইনালে ওদের হারানো মোটেও সহজ হবে না।’

আজকের ম্যাচে বাংলাদেশকে জিততে হলে খুবই ভালো খেলতে হবে বলে অভিমত সৌরভের। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সই কেবল আজ বাংলাদেশের হাতে তুলে দিতে পারে এশিয়া কাপ, ‘বাংলাদেশকে যদি লড়াই করার জায়গায় থাকতে হয় তাহলে অবশ্যই তাদের আগে ব্যাটিং করে কমপক্ষে ২৭৫ রান করতে হবে। এর চেয়ে কম রান হলে ভারতকে হারানো সহজ হবে না।’

চোটের কারণে সাকিব আল হাসানের ছিটকে যাওয়াটা বাংলাদেশের জন্য খুব বড় ধাক্কাই মনে করেন সৌরভ, ‘সাকিবের চোট মাশরাফির জন্য মোটেও ভালো খবর নয়। সাকিবের বোলিং বাংলাদেশের আক্রমণে একটা ভারসাম্য এনে দিচ্ছিল। তবে ওকে তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়ে বোধ হয় একটু বেশিই চাপে ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।’

প্রতিটি ম্যাচেই মুশফিকুর রহিমের পারফরম্যান্স চোখ এড়ায়নিয় ভারতের অন্যতম সফল অধিনায়কের, ‘বড় ম্যাচে বাংলাদেশ বরাবরই মুশফিকুর রহিমের ওপর অতিরিক্ত নির্ভরশীল। কিন্তু সব ম্যাচেই তো সে বিপদ থেকে টেনে তুলতে পারবে না। স্টাম্পের পেছনে দাঁড়িয়ে ওকে যে পরিমাণ চাপ নিতে হয়, তারপরেও মুশফিকুরের কাছ থেকে বাড়তি কিছু আশা করাটা ঠিক হবে না। দলের অন্যদেরও ওর পাশে দাঁড়ানো উচিত।’

আরও পড়ুন: