Thank you for trying Sticky AMP!!

শন উইলিয়ামসের পরিবারে করোনা হানা দিয়েছে।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই উইলিয়ামস-আরভিন

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দুই অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে পাচ্ছে না জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দুই অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে পাচ্ছে না জিম্বাবুয়ে। পরিবারের করোনা পজিটিভ সদস্যের সংস্পর্শে আসার পর সেলফ–আইসোলেশনে গেছেন তাঁরা। হারারেতে স্কোয়াডের সঙ্গেই যোগ দেননি তাঁরা। উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর।

উইলিয়ামস ও আরভিন, দুজনই চোটের কারণে খেলেননি দেশের মাটিতে সর্বশেষ পাকিস্তান সিরিজে। উইলিয়ামস শেষ টেস্ট খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে, আর আরভিন গত বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে। এ টেস্ট দিয়েই দুজনের ফেরার কথা ছিল টেস্ট দলে। তবে ফেরার আগেই ছিটকে গেলেন তাঁরা।

উইলিয়ামসের বদলে ম্যাচের আগের দিন ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসেছিলেন টেলর। উইলিয়ামস ও আরভিনের না থাকার খবর সেখানেই নিশ্চিত করা হয়েছে। এ দুজনকে সরকারের নিয়ম অনুযায়ী সতর্কতা হিসেবে আইসোলেশনে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

টেস্ট খেলতে পারবেন না ক্রেইগ আরভিনও।

উইলিয়ামস এখন পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ১৪টি টেস্ট, আরভিন খেলেছেন ১৮টি। উইলিয়ামসের টেস্ট গড় ৪১.৩৬, আছে ৪টি সেঞ্চুরি। আরভিনের গড় ৩৫.৫২, আছে তিনটি সেঞ্চুরি। এর মাঝে তাঁর শেষ সেঞ্চুরিটি এসেছিল বাংলাদেশের বিপক্ষেই, গত বছর মিরপুরে। অবশ্য পারিবারিক কারণে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের শেষ সিরিজে ছিলেন না উইলিয়ামস।

তরুণদের জন্য সুযোগ। তাদের জন্য সামনে একটা ভালো সময় অপেক্ষা করছে। আশা করি, তারা ভালো করবে। সামনে জিম্বাবুয়ে ক্রিকেটের রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।
ব্রেন্ডন টেলর

দুজনের না থাকা অভিজ্ঞতার দিক দিয়ে দলের জন্য বেশ বড় আঘাত হলেও এ দুজনের পরিবর্তে যাঁরা সুযোগ পাবেন, তাঁদের জন্য রোমাঞ্চিতই টেলর, ‘অভিজ্ঞ দুজনকে পাচ্ছি না। তবে এটা তরুণদের জন্য সুযোগ। তাদের জন্য সামনে একটা ভালো সময় অপেক্ষা করছে। আশা করি, তারা ভালো করবে। সামনে জিম্বাবুয়ে ক্রিকেটের রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।’

তরুণদের সঙ্গে কাজ করে আনন্দও পাচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক টেলর, ‘তারা ভালো করতে মুখিয়ে আছে। তারা ক্ষুধার্ত, সংকল্পবদ্ধ। তাদের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল দেখতে পাচ্ছি। সব মিলিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের রোমাঞ্চকর সময়।’

বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্টে সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২০ সালে।

বাংলাদেশের এবারের জিম্বাবুয়ে সফর জৈব সুরক্ষাবলয়ে হলেও আনুষ্ঠানিকভাবে কোনো কোয়ারেন্টিনে থাকতে হয়নি বাংলাদেশ দলকে। কোভিড-১৯ টেস্টের ফল পাওয়া পর্যন্ত শুধু অপেক্ষা করতে হয়েছিল তাঁদের।

এ সফরের সব ম্যাচই হবে হারারেতে।