Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশের বিপক্ষে 'নতুন পরিকল্পনা'র কথা জানালেন মালিক

বাংলাদেশের বিপক্ষে নতুন পরিকল্পনার ছক কষছে পাকিস্তান। ছবি: এএফপি
>

বাংলাদেশের বিপক্ষে আজ নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মালিক 

জিতলেই কেবল ফাইনালের টিকিট, অন্যথায় বিদায়। আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সমীকরণ এটিই। আবুধাবিতে লড়াইটা ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষা। অলিখিত ‘সেমিফাইনালে’ এশিয়া কাপে পাকিস্তানের সেরা পারফরমার শোয়েব মালিক নতুন পরিকল্পনার কথাই জানিয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। পরিসংখ্যানটা পাকিস্তানের জন্য কিছুটা শঙ্কারই। আজকের ম্যাচে এটি মনস্তাত্ত্বিক দিক দিয়ে কিছুটা হলেও এগিয়ে রাখবে বাংলাদেশকে। এ ছাড়া টি-টোয়েন্টি সংস্করণের সর্বশেষ এশিয়া কাপেও যে এমনই এক লড়াইয়ে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে পৌঁছেছিল মাশরাফি বিন মুর্তজার দল।

এবারের এশিয়া কাপে অবশ্য একটা জায়গায় দুই দলই সমান জায়গায়। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে, বাজেভাবে হেরেছে দুটিতে। টুর্নামেন্টে পাকিস্তানের অবস্থাটাই বেশি খারাপ মনে করেন মালিক। পাকিস্তান জিতেছে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ প্রথম ম্যাচেই রীতিমতো উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে। পাকিস্তানের ঝুলিতে আছে পরপর দুটি ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা। মালিক অবশ্য আশাবাদী তাঁর দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে, ‘আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা ভারতের বিপক্ষে দুটি ম্যাচ হেরেছি। কিন্তু এতে পৃথিবী শেষ হয়ে যায়নি। খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হবে। ভুলে গেলে চলবে না, আমাদের দলের অধিকাংশ খেলোয়াড় খুবই তরুণ। আমরা একটা দল হিসেবে কাজ করছি। আমি আপনাদের নিশ্চিত করতে পারি, পরবর্তী (আজ) ম্যাচে আমরা নতুন কিছু পরিকল্পনা দেখাব।’